দিব্যেন্দু রায়,বর্ধমান,৩০ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার ক্যারাটে প্রশিক্ষণের অন্যতম প্রাণকেন্দ্র হল বর্ধমান শহরের ‘দ্য মার্শাল আর্টস একাডেমী‘ । আর, উল্লেখযোগ্য বিষয় হল একাডেমীর সিংহভাগই স্কুলপড়ুয়া মেয়ে । সংস্থার প্রধান প্রশিক্ষক রেনসি দেবাশিস কুমার মন্ডলের প্রশিক্ষণে তারা রাজ্য, জাতীয়, এমনকি আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা থেকে ইতিমধ্যেই এনে দিয়েছে বহু পদক । এবারে সংস্থার মুকুটে সংযোজিত হল আরও একটা নতুন পালক । ‘২২তম অল ইন্ডিয়া ইন্টার স্কুল ও সিনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ফেডারেশন কাপ-২০২৪‘ প্রতিযোগিতা থেকে মোট ১২ টি পদক কেড়ে নিয়ে এল সংস্থার ৬ জন প্রতিযোগী । স্বভাবতই, এই সাফল্যে উচ্ছ্বাসিত দেবাশিসবাবু ৷ তিনি বলেন,’জাতীয় স্তরের প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার খেলোয়াড়দের এই প্রকার সাফল্যে আমি খুব আনন্দিত এবং গর্বিত।’
উত্তর প্রদেশের বারানসীর বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে গত ২৮ ও ২৯ ডিসেম্বর,এই দু’দিন ধরে বসেছিল অল ইন্ডিয়া ইন্টার স্কুল ও সিনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ফেডারেশন কাপ ২০২৪-এর ২২ তম আসর । ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিৎ সেনের উদ্যোগে এবং অল ইন্ডিয়া সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হত । ১৭টি রাজ্য থেকে প্রায় ১৫০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । তার মধ্যে এরাজ্য থেকে মাত্র ৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল । তাদের সকলেই স্কুল পড়ুয়া মেয়ে এবং তারা ‘দ্য মার্শাল আর্টস একাডেমী’র শিক্ষার্থী । দেবাশিসবাবুর ছয় কন্যা শিক্ষার্থী কামাল দেখিয়ে দিয়ে আসে সেখানে । ৪ টি সোনা, ৩ টি রুপো এবং ৫ টি ব্রোঞ্জ মিলে তারা ছিনিয়ে নিয়ে আসে মোট ১২ টি পদক । তাদের মধ্যে অয়ন্তিকা সাহা কাতায় ও কুমিতে একটি করে সোনা জিতেছে । লগ্নজিতা খাঁ কুমিতে সোনা ও কাতায় একটা রুপো জিতেছে । শ্রেয়সী ঘোষ কুমিতে একটি সোনা এবং কাতায় ব্রোঞ্জ পদক জিতেছে । প্রত্যুষা পাল কাতা ও কুমি বিভাগে জিতেছে একটি করে রুপো । মেঘনা রয় ও চন্দ্রিমা চক্রবর্তী কাতা ও কুমি বিভাগ থেকে একটি করে মিলে মোট ৪ টি ব্রোঞ্জ ছিনিয়ে নিয়ে এসেছে । তাদের সকলেই বর্ধমান শহর এলাকার বাসিন্দা । এদিকে জাতীয় প্রতিযোগিতায় এলাকার মেয়েদের এই প্রকার সাফল্যের খবর আসতেই উচ্ছ্বসিত পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ।।