এইদিন ওয়েবডেস্ক, পাকতিয়া(আফগানিস্তান), ২৭ ডিসেম্বর : আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে তালিবান এবং পাকিস্তানি সামরিক বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে । বৃহস্পতিবার ভোর রাত ১টার থেকে পাকতিয়া প্রদেশের দান্দপাটন জেলার ‘মনি’ এলাকায় ৬ জাদির দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে । সূত্র আরো জানায়, আজ (শুক্রবার) ভোর ৫টা পর্যন্ত এই সংঘর্ষ চলে।সূত্র আরও জানায়, সংঘর্ষটি ডুরান্ড লাইনে হয়েছে।পাকিস্তানি সামরিক বাহিনী বেসামরিক এলাকায় বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে । উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে।
এখন পর্যন্ত এই সংঘর্ষে হতাহতের ও ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। তালিবানরা এই বিষয়ে কিছু জানায়নি । পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানের বিমান হামলার তিন দিন পর এই সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় ২০ জন শিশু ও মহিলাসহ ৪৬ জনের প্রাণহানি ও বিপুল আর্থিক ক্ষতি হয়েছে । তালেবান বলেছে যে এই হামলাগুলি ওয়াজিরিস্তানের অভিবাসীদের লক্ষ্য করে চালানো হয় । এর আগে, আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের অফিস (ইউএনএএমএ)ও বলেছিল যে তারা পাকতিকায় পাকিস্তানি সামরিক বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ কয়েক ডজন বেসামরিক লোক নিহত হয়েছে বলে নির্ভরযোগ্য প্রতিবেদন পেয়েছে ।।