এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৬ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের রবীন্দ্রপল্লি এলাকার নিঃসন্তান বৃদ্ধ দম্পতি অভিজিৎ যশ (৭৭) এবং ছবিরাণী যশ (৬৫)-এত দেহ উদ্ধারের নয়দিনের মাথায় আজ বৃহস্পতিবার ঘটনার পুনর্গঠন করল পুলিশ । হেফাজতে থাকা মহুয়া সামন্ত এবং তাঁর দুই ছেলে অনিকেত ও অরিত্রকে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ । সিআই ( এ) শৈলেন্দ্র উপাধ্যায়, ভাতার থানার ওসি বুদ্ধদেব ঢুলি এবং তদন্তকারী আধিকারিক বাণীশঙ্কর মহাপাত্রের উপস্থিতি ধৃতরা অভিনয় করে দেখিয়ে দেয় সেদিন কিভাবে তাঁরা বাড়িতে ঢুকে বৃদ্ধ দম্পতিকে খুন করেছিল এবং খুন ও লুটের পর কোনপথে তারা বেড়িয়ে যায় তা তদন্তকারীদের সামনে অভিনয় করে দেখায় । ধৃতদের বিশাল পুলিশি নিরাপত্তায় অকুস্থলে আনা হয় ।
অভিজিৎ যশ ও ছবিরাণী যশের সঙ্গে তিনদিন ধরে ফোনে যোগাযোগ না করতে পেরে গত ১৮ ডিসেম্বর ছবিরাণীদেবীর বোনের মেয়ে ন্যায়স্বরূপা চৌধুরী ভাতার থানায় নিখোঁজ ডাইরি করতে গেলে খুনের বিষয়টি প্রকাশ্যে আসে । পুলিশের পরামর্শে ন্যায়স্বরূপাদেবী কয়েকজন আত্মীয়কে নিয়ে এবং স্থানীয়দের উপস্থিতিতে মাসির বাড়ির দুটি তালা ভেঙে ভিতরে ঢুকতেই মাসি ও মেসোর নিথর দেহ পড়ে থাকতে দেখেন । রান্নাঘরে ছবিরাণীর দেহ এবং শোবার ঘরে উবু হয়ে অভিজিৎ যশের দেহ পড়ে ছিল । উল্লেখ্য, ধৃত মহুয়া সামন্তের নিজের মাসি হতেন ছবিরাণীদেবী।।