এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২৬ ডিসেম্বর : পুলিশের হাতে ‘চুড়ি পরানো’র হুমকি দেওয়া পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের তৃণমূল নেতা মাসুদুর রহমান ওরফে মুকুলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রজু করল মঙ্গলকোটের কৈচর পুলিশ ফাঁড়ির পুলিশ । পুলিশকে শাসানির এই ভিডিও তৃণমূল কর্মীদের পক্ষ থেকেই সামাজিক মাধ্যমে পোষ্ট করা হয়েছিল । ভিডিওটি ভাইরাল হলে তোলপাড় পড়ে যায় জেলা জুড়ে । অবশ্য তার আগেই এইদিন-এ প্রকাশিত হয়েছিল । শেষ পর্যন্ত নড়েচড়ে বসে পুলিশ এবং ওই তৃণমূল নেতার বিরুদ্ধে মাসুদুর রহমানের বিরুদ্ধে স্বতপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে । মাসুদুর মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি এবং মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীর অনুগামী ।
উল্লেখ্য,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহারের ঘনিষ্ঠ একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করেছে । ক্ষীরগ্রাম অঞ্চলের কুড়ুম্বা গ্রামে ব্যানার,ফেস্টুন লাগাতে গেলে বিধায়ক অপূর্ব চৌধুরীর অনুগামীরা বাধা দেন বলে অভিযোগ। ওই গ্রামেই ব্লক তৃণমূলের পক্ষ থেকে প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠানের প্রচারের ব্যানার টাঙানো হয়েছিল। মঙ্গলবার সকালে দেখা যায় বিধায়ক গোষ্ঠীর টাঙানো দলীয় ব্যানার কেউ বা কারা রাতের অন্ধকারে পুড়িয়ে দিয়েছে । এরপর মাসুদুর রহমানের নেতৃত্বে মঙ্গলকোটের কৈচর পুলিশ ফাঁড়ির সামনে পথ অবরোধ করেছিলেন তৃণমূল কর্মীরা। সেই সময় পুলিশের সঙ্গে বচসায় জড়ান মাসুদুর । তখন তিনি পুলিশকে হুমকি দিয়ে বলেন,’দুপুর একটা পর্যন্ত সময় থাকল। দলনেত্রীর ছবি পোড়ানোর ঘটনায় যুক্তদের গ্রেপ্তার না করলে আপনাদের হাতে চুড়ি পড়িয়ে দেবো ।’ পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বিধায়ক অপূর্ব চৌধুরীকেও।
এফআইআর দায়ের প্রসঙ্গে মাসুদুর রহমানের প্রতিক্রিয়া হল,’দলনেত্রীর ছবি দেওয়া ব্যানার পোড়ানো হয়েছিল। তাই উত্তেজনার বশে কিছু অপ্রীতিকর ভাষায় দুচার কথা বলে ফেলেছি। তবে প্রশাসন তার নিজের কাজ করবে। পুলিশের এফ আই আর নিয়ে আমার কিছু বলার নেই ।’।