শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),২৬ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতারের একটা পোল্ট্রি ফার্মে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল প্রায় ৫,০০০ মুরগির । ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ভাতার থানার ওড়গ্রাম জঙ্গলে একটি পোল্ট্রি ফার্মে । আচমকা এই ঘটনায় পাঁচ লক্ষাধিক টাকা ক্ষতির মুখে পড়েছেন ফার্ম মালিক বাসুদেব চক্রবর্তীকে৷ প্রাথমিকভাবে অনুমান যে বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাতারের ওড়গ্রামের একটি পোল্ট্রি ফার্মে বুধবার রাত্রি আনুমানিক আটটা নাগাদ বাসুদেব চক্রবর্তীর পোল্ট্রি ফার্মে আগুন জ্বলতে দেখেন ফার্মের এক কর্মী। এরপর তিনি ফোনে মালিক ও স্থানীয়দের খবর দেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাতার দমকল বিভাগের একটি ইঞ্জিন। তবে দমকল পৌঁছানোর আগে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। প্রাথমিকভাবে অনুমান যে বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।
বাসুদেব চক্রবর্তী বলেন, ওই সেডে প্রায় কুড়ি হাজার মুরগির ছানা ছিল। আগুন লাগার ফলে প্রায় চার থেকে পাঁচ হাজার মুরগি আগুনে ঝলসে মারা গেছে। মুরগিগুলির বয়স এক মাস তিন দিন। সব মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তিনি আরোও বলেন, শীতের সময় মুরগির বাচ্চাদের গরম রাখতে ১০০ ওয়াটের বাল্ব ব্যবহার করা হয়। অতিরিক্ত গরম হওয়ার কারণে বাল্ব ফেটে গিয়ে শর্ট-সার্কিটের ফলে আগুন লাগতে পারে বলে তিনি মনে করছেন । আগুনে পুড়ে প্রায় ৪ থেকে ৫ হাজার মুরগি মারা গেছে। পোড়া দুর্গন্ধের ফলে আগামী ২৪ ঘন্টায় আরোও মুরগির মৃত্যুর আশঙ্কা করেন তিনি ।।

