এইদিন বিনোদন ডেস্ক,২৬ ডিসেম্বর : তেলেগু অভিনেতা আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা ২’-এর প্রদর্শনের সময় হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদদলিত হয়ে মৃত্যু হয় ৩৫ বছরের এক মহিলার । এই ঘটনায় আল্লু অর্জুনের বাবা ঘোষণা করেছেন যে মহিলার পরিবারকে ২ কোটি টাকা সহায়তা দেওয়া হবে। আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ বুধবার(২৫ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে বলেছেন যে ২ কোটি টাকার অর্ধেক তার ছেলে দেবে। বাকি টাকা দেবেন ছবির প্রযোজক মৈত্রী মুভি মেকার্স ও পরিচালক সুকুমার।
অরবিন্দ বলেছেন যে এই অর্থ পরিবারের জন্য ক্ষতিপূরণ হিসাবে কাজ করবে। তিনি বলেন, ওই নারীর আট বছরের ছেলের ভবিষ্যৎ নিশ্চিত করাই এই সহায়তার উদ্দেশ্য। দুর্ঘটনায় শিশুটিও গুরুতর আহত হয়। হাসপাতালে তাকে শ্বাস-প্রশ্বাসের সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে। আল্লুর বাবা আরও বলেন, ছেলেটির চিকিৎসা করা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন এবং তাকে বলা হয়েছে যে শিশুটি আগের চেয়ে ভালো আছে । অরবিন্দ বলেন,’আমরা জেনে খুশি যে ভেন্টিলেটর সরানো হয়েছে এবং সে নিজে থেকে শ্বাস নিচ্ছে । ডাক্তাররা ইতিবাচক। আমরা কামনা করি যে ছেলেটি সুস্থ হয়ে উঠে শীঘ্রই আমাদের সাথে যোগ দিতে পারব্ব । এটাই আমাদের প্রার্থনা।’
উল্লেখ্য,আল্লু অর্জুনকে এই ঘটনায় অপরাধমূলক হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছিল। ১৩ ডিসেম্বর এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপরে তাকে ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ওই দিন কয়েক ঘণ্টার মধ্যেই জামিনে মুক্তি পান আল্লু। অভিনেতা ইতিমধ্যে ২৫ লক্ষ টাকা দান করেছেন। পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছিলেন ছবির পরিচালক।
এদিকে আল্লু অর্জুনের চলচ্চিত্র পুষ্প ২ প্রেক্ষাগৃহে তোলপাড় ফেলে দিয়েছে । ছবিটির আয় থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ২০ দিনে ছবিটি শুধুমাত্র ভারতেই ১০৯০ কোটি টাকা আয় করেছে। যার মধ্যে শুধুমাত্র এর হিন্দি সংস্করণের আয় প্রায় ৭০১ কোটি টাকা। ছবিটির বিদেশী সংগ্রহ ২৪৮ কোটি টাকা। এই ছবিটি বিশ্বব্যাপী ১,৬০০ কোটি টাকার বেশি সংগ্রহ করেছে।।

