এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৫ ডিসেম্বর : ইসলামি জঙ্গি সংগঠনগুলির হাতে শাসনক্ষমতা চলে আসার পর থেকে বাংলাদেশ যেন হিন্দু সম্প্রদায়ের মৃত্যুকূপ হয়ে গেছে । বাড়ি-দোকান-মন্দিরে হামলা তো লেগেই আছে,পাশাপাশি হিন্দু বধূ-মেয়ে-শিশু ছাড়াও পাশাপাশি যুবকরা হঠাও উধাও হয়ে যাচ্ছেন । কখনো তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হলেও অধিকাংশ ক্ষেত্রে তাদের কোনো হদিশ করতে পারছে না পরিবার ।
বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় এক হিন্দুবধূ শিশুসন্তানসহ হঠাৎ নিখোঁজ হয়ে গেছেন । আজও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি । বধূর নাম তৃষ্ণা শীল(২৩) । বধূর শিশুপুত্রের নাম তৃষাণ শীল (৪) । বধূর শ্বশুরবাড়ি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার পটিয়া থানার ভাটিখাইন গ্রামে । বাবার বাড়ি একই থানার নজুমিয়াহাট এলাকায় । স্বামীর নাম নয়ন শীল এবং শ্বশুরের নাম অশোক শীল । গত ২৩ শে ডিসেম্বর বাবার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে সকাল ১০টার পর আচমকা উধাও হয়ে যান সন্তানসহ বধূ । আজ বুধবার পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি ।
একই রকমভাবে নিখোঁজ হয়ে গেছেন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার সাদী নগর এলাকার তারাখোঁ হিন্দু পাড়ার বাসিন্দা ছোটন কুমার দে (৩০) নামে এক যুবক । বাবা রতন কান্তি দে গোটা জেলা জুড়ে ছেলেকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন । দীর্ঘ প্রায় এক সপ্তাহ ধরে ওই যুবককে খুঁজে পাওয়া যায়নি । আশঙ্কা যে যুবককে অপহরণের পর খুন করে লাশ লোপাট করে দেওয়া হয়েছে । পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ৪ নম্ব ওয়ার্ডের বর্মন পাড়ার বাসিন্দা অষ্টম শ্রেণীর এক হিন্দু ছাত্রী প্রায় পাঁচ দিন ধরে কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না । কিশোরীর বাবা ফালান বর্মনের সন্দেহ তার মেয়েকে অপহরণের পর ধর্মান্তরিত ও নিকাহ করতে বাধ্য করা হয়েছে ।
এদিকে ইসলামি কট্টরপন্থীদের হাত থেকে প্রাণ ও পরিবারের মেয়েদের সম্ভ্রম বাঁচাতে বাংলাদেশের হিন্দুরা ব্যাপক হারে ধর্মান্তরিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে । দিনাজপুরের হাকিমপুর থানার চন্ডীপুর গ্রামের শিমু মহন্ত(১৯) নামের এক হিন্দু তরুনী ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহন করেছে । নিজের নাম রেখেছে মোছাঃ শিমু জান্নাত । গত ৫ ডিসেম্বর ওই তরুনী জয়পুরহাটের নোটারী পাবলিক কার্যালয়ে এফিডেভিট করে ধর্ম পরিবর্তন করেন ওই তরুনী । তরুনীর বাবার নাম রনজিত মহন্ত এবং মা পূর্ণিমা মহন্ত । ধর্ম পরিবর্তনের কারন হিসাবে তরুনী বলেছেন,’আমার হিন্দু ধর্মের রীতিনীতি ভালো লাগে না এবং ইসলাম ধর্মের ধর্মের রীতিনীতি ভালো লাগায় তাই ইহকাল ও পরকালের মুক্তির পথ হিসাবে আমি সজ্ঞানে এই সিদ্ধান্ত নিয়েছি ।’ যদিও তরুনীর বাবা-মায়ের দাবি যে তাদের মেয়েকে তার মুসলিম বান্ধবীরা ব্রেনওয়াশ করে এই কাজ করতে অনুপ্রানিত করেছে ।
পাশাপাশি বাংলাদেশের দিনাজপুর জেলার অজিপুর থানার শ্রীপুর গ্রামের বাসিন্দা রুপলাল সরকার(৫০) নামে এক হিন্দু ব্যক্তি স্ত্রী, দুই পুত্র ও এক পুত্রবধূর সাথে ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে গেছেন ।।