এইদিন বিনোদন ডেস্ক,২৪ ডিসেম্বর : নির্বাচনী প্রচারে অংশগ্রহণে অস্বীকার করার অপরাধে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের পিছনে আদাজল খেয়ে লেগেছে কংগ্রেস । দিন দুয়েক আগে হায়দরাবাদের জুবিলি হিলসে আল্লু অর্জুনের বাড়িতে হামলা চালিয়েছিল কংগ্রেসের গুন্ডাবাহিনী । এবারে তেলেঙ্গানার এক প্রবীণ কংগ্রেস নেতা পুলিশের কাছে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন । তার অভিযোগ যে ‘পুষ্প ২’ ছবির একটি দৃশ্যে নাকি পুলিশ বাহিনীকে অপমান করা হয়েছে । তেনমার মাল্লান্না মেডিপাল্লি নামে ওই কংগ্রেসি নেতা শুধু আল্লু অর্জুন নয়, ছবির পরিচালক সুকুমার এবং প্রযোজকদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন।
থানমার মাল্লান্না বিশেষ করে সেই দৃশ্যের সমালোচনা করেছিলেন যেখানে নায়ক সুইমিং পুলের ভিতরে প্রস্রাব করেন যেখানে একজন পুলিশ অফিসার উপস্থিত ছিলেন। তিনি দাবি করেছেন যে দৃশ্যটি অসম্মানজনক এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের মর্যাদা ক্ষুন্ন করেছে। অভিযোগে বলা হয়েছে, পরিচালক সুকুমার ও অভিনেতা আল্লু অর্জুন এবং ছবির প্রযোজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যারা পুলিশকে খারাপ আলোয় চিত্রিত করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।।