এইদিন বিনোদন ডেস্ক,২৩ ডিসেম্বর : হায়দরাবাদের জুবিলি হিলসে তেলুগু অভিনেতা আল্লু অর্জুনের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে ৷ রবিবার এক দল দুর্বৃত্ত অভিনেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখায় এবং বাড়িতে টম্যাটো ছোড়ে । তারা বাড়ির ভিতরেও ঢোকার চেষ্টা করে । বাড়ির সামনে সাজিয়ে রাখা কিছু ফুলগাছের টব ভেঙে দেয় ওই দুর্বৃত্তের দল । গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’ ছবির) প্রিমিয়ারে এক মহিলার পদপৃষ্ঠ হয়ে মৃত্যু ও মহিলার ছেলে কোমায় চলে যাওয়াকে ইস্যু করে এই ঘটনা ঘটানো হয়েছে । যদিও হামলার সময় আল্লু অর্জুন বাড়িতে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে । বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার অভিযোগ,’একজন কংগ্রেস নেতার নেতৃত্বে এই হামলা হয়েছে । হামলায় মূল অভিযুক্ত উড়াঙ্গাল যুব কংগ্রেসের সদস্য মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির ঘনিষ্ঠ ।’ পুনাওয়ালার অভিযোগ,’আল্লু অর্জুন কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচার করতে অস্বীকার করায় অভিনেতার বিরুদ্ধে পরিকল্পিত হামলা চালিয়েছে কংগ্রেস ।’ তিনি এই ঘটনাকে কংগ্রেসের ‘এমারজেন্সি মানসিকতা’ বলে অবিহিত করেছেন ।
এদিকে এই হামলার ঘটনার পর রাতেই মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন,’আমি অভিনেতাদের বাড়িতে হামলার ঘটনার বিরোধিতা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য পুলিশের ডিজি এবং শহরের পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হচ্ছে। এ ব্যাপারে কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না ।’ তবে এর আগে পদপিষ্টের ঘটনায় আল্লুর বিরুদ্ধে কথা বলে এসেছেন রেবন্ত এবং আসাদউদ্দিন ওয়াইসির দল । প্রতিক্রিয়ায় আল্লু অর্জুন বলেছিলেন, ‘ভুল খবর ছড়ানো হচ্ছে । কোনও বিভাগ বা রাজনীতিক- কাউকে দোষ দিতে চাই না। কিন্তু এটা অপমানজনক। আমার চরিত্রহনন করা হচ্ছে।’।