এইদিন ওয়েবডেস্ক,গুরুদাসপুর(পাঞ্জাব),২৩ ডিসেম্বর : পাঞ্জাবের গুরুদাসপুর জেলার পুলিশ স্টেশনে গ্রেনেড হামলার অভিযোগে অভিযুক্ত তিন খালিস্তানি সন্ত্রাসী উত্তরপ্রদেশের পিলিভীত জেলায় পুলিশের এনকাউন্টারে খতম হয়েছে। অভিযুক্তরা হলেন গুরবিন্দর সিং (২৫), বীরেন্দ্র সিং ওরফে রবি (২৩), এবং পাঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা জসপ্রীত সিং ওরফে প্রতাপ সিং (১৮)৷ তিনজনই নিষিদ্ধ সংগঠন খালিস্তান কমান্ডো বাহিনীর সদস্য বলে জানা গেছে।
পাঞ্জাব পুলিশ ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ এনকাউন্টারে ওই তিনজন নিহত হয়েছে। উত্তরপ্রদেশের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (আইন শৃঙ্খলা) অমিতাভ যশ বলেছেন, গুরুদাসপুরে একটি পুলিশ চৌকিতে গ্রেনেড হামলার ঘটনায় তিনজন জড়িত ছিল। সংঘর্ষে তিনজন গুরুতর আহত হলে তাদের চিকিৎসার জন্য দ্রুত সিএইচসি পুরানপুরে স্থানান্তর করা হয় ।চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে ।’ তিনি বলেন, তিনজনের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল, দুটি পিস্তল এবং বিপুল পরিমাণ গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছে।।