এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২১ ডিসেম্বর : আফগানিস্তানের গজনি প্রদেশের কাবুল-কান্দাহার মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনায় ৬৪ জনের মৃত্যু হয়েছে । তার মধ্যে কাবুলের হাসপাতালে ভর্তি করা ১২ জন গুরুতর আঘাতের কারণে মারা গেছে। এছাড়াও গজনী হাসপাতালের চিকিৎসা সূত্রে জানা গেছে, বুধবার রাতের এই সড়ক দুর্ঘটনায় আহত ১০ জনের মৃতদেহ এখনো এই হাসপাতালে রাখা হয়েছে এবং তাদের পরিবারের কোনো খবর নেই।
উল্লেখ্য, গত বুধবার রাতে কাবুল-কান্দাহার মহাসড়কে গজনিতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনার ফলে ৫২ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছে। দুর্ঘটনার পর তালেবানের পরিবহন ও বিমান চলাচল মন্ত্রণালয় দুটি যাত্রীবাহী কোম্পানির কার্যক্রম স্থগিত করে । এসব দুর্ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন সম্প্রতি সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় মানুষ উদ্বিগ্ন। রাস্তার অবনতি, গাড়িচালকদের অসতর্কতা এবং ট্রাফিক আইনের প্রতি অবহেলাকে আফগানিস্তানে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয় ।।