এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৩ নভেম্বর ঃ নির্মানের দু’সপ্তাহ যেতে না যেতেই ঢালাই রাস্তায় দেখা দিয়েছে ফাটল । ফলে যাতায়ত করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে গ্রামবাসীদের । এমনই অভিযোগ তুলে পথ অবরোধ করলেন মালদহ জেলার চাঁচল-১ ব্লকের স্বরূপগঞ্জের বাসিন্দারা । গ্রামবাসীদের অভিযোগ, নির্মানের কাজে অতি নিম্নমানের সামগ্রী ব্যাবহার করার ফলেই অল্প দিনে রাস্তার এই বেহাল দশা হয়েছে । রাস্তাটি পুনঃনির্মানের দাবি তুলে সোমবার সকাল থেকে পথ অবরোধ করে রাখেন বাংলা-বিহার সীমান্তবর্তী গ্রাম মহানন্দাপুর অঞ্চলের স্বরূপগঞ্জের বাসিন্দারা । রাস্তার মাঝে গাড়ির টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ প্রদর্শন । এদিন দুপুর পর্যন্ত গ্রামবাসীদের আন্দোলন অব্যাহত থাকে বলে জানা গেছে । ফলে দুই রাজ্যের মধ্যে যান চলাচল বন্ধ হয়ে যায় ।
দেখুন ভিডিও :-
যে রাস্তা নিয়ে ক্ষোভ সেটি স্বরূপগঞ্জ যাতায়তের মুল রাস্তা । জানা গেছে, সপ্তাহ দুয়েক আগে স্বরূপগঞ্জের মল্লিকপাড়া কালভার্ট থেকে মল্লিকপাড়া কবরস্থানের অভিমুখে প্রায় ২৩১ মিটার দীর্ঘ ওই ঢালাই রাস্তাটি রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের আওতায় নির্মান করা হয়েছে । মালদহ জেলা পরিষদের সদস্যা বন্দনা ঘোষের উদ্যোগে প্রায় ৯ লক্ষ ২১ হাজার টাকা ব্যায়ে ওই রাস্তাটি নির্মান করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা আসাদুল হকের কথায়,রাস্তা নির্মানের দু’সপ্তাহ যেতে না যেতেই রাস্তায় ফাটল দেখা দিয়েছে । রাস্তার দু’ধারে ধস নামছে ৷ পাথর,বালি সিমেন্ট কম দেওয়ার কারনেই অল্প দিনের মধ্যেই রাস্তাটির বেহাল দশা হয়েছে ৷ ফলে যাতায়ত করতে গিয়ে গ্রামবাসীদের বিপাকে পড়তে হচ্ছে ।” পাশাপাশি তাঁর অভিযোগ,’এই রাস্তা নির্মানে কাটমানি খাওয়া হয়েছে । তাই আমাদের দাবি যারা কাটমানি খেয়েছে তাঁদের বিরুদ্ধে ব্যাবস্থা নিক প্রশাসন । পাশাপাশি রাস্তাটিকে পুনঃনির্মান করা হোক ।’ দাবি পুরন না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন গ্রামবাসীরা ।
গ্রামবাসীদের অভিযোগ প্রসঙ্গে জেলা পরিষদ সদস্যা বন্দনা ঘোষের স্বামী সন্তোষ ঘোষ বলেন, ‘সঠিক পরিমানে সামগ্রী দিয়েই রাস্তার কাজ হয়েছে । বরঞ্চ রাস্তা নির্মান শেষে বাঁশ দুই দিক ঘিরে ফেলা সত্ত্বেও গ্রামের লোকজন জবরদস্তি রাস্তার উপর দিয়ে চলাচল করেছেন । সেই কারনে রাস্তার দু’ধার ভেঙে গেছে । এখানে কাটমানির কোনও প্রশ্নই ওঠে না ।’ তাঁর পালটা অভিযোগ, এলাকার কিছু মানুষ অসৎ উদ্দেশ্যে ঠিকাদাররের সাথে গোপন চূক্তি করে অশান্তি পাকাচ্ছে ।