এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২১ ডিসেম্বর : তথাকথিত তালেবান প্রশাসন আফগানিস্তানের জালালাবাদের বাজারে মহিলাদের জন্য স্মার্ট ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে৷ আফগান ৮ সোবাহ পত্রিকা জানিয়েছে, শুক্রবার সূত্র নিশ্চিত করেছে যে তালেবানের এজেন্টরা জালালাবাদ শহরের বাজারে নারীদের স্মার্ট ফোন ব্যবহার করা থেকে বিরত রাখতে টহল দিচ্ছে।
সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, তালেবান এই শহরের মহিলাদের সতর্ক করেছে যে তাদের স্মার্টফোন পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করবে। যদিও নানগারহারের স্থানীয় তালেবানরা এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানায়নি। এর আগে, কান্দাহারে তালেবানরা মহিলাদের জন্য স্মার্ট ফোন ব্যবহারকে “নিষিদ্ধ” ঘোষণা করেছিল। তাখারে, তালেবান প্রশাসন দোকানদারদের মহিলাদের সাথে কথা বলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য,তালেবানরা আফগানিস্তানে আধিপত্য বিস্তারের পর থেকে নারীদের তাদের মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত করেছে। যত দিন যাচ্ছে ততই দেশের নাগরিকদের, বিশেষ করে নারী ও মেয়েদের ওপর এই গোষ্ঠীর নিষেধাজ্ঞা বেড়েই চলেছে।
মানবাধিকার রক্ষাকারী আন্তর্জাতিক সংস্থাগুলি কেবল নিন্দা করে দায় সেরে দেয় । পত্রিকাকাটি বলেছে, মনে করা হয় যে তালেবানরা কূটনীতির ভাষার সাথে অপরিচিত এবং শুধুমাত্র আধিপত্য ও বলপ্রয়োগই আফগানিস্তানে এই গোষ্ঠীর অপরাধ রোধ করতে পারে ।।