এইদিন ওয়েবডেস্ক,জয়পুর(রাজস্থান),২০ ডিসেম্বর : রাজস্থানের রাজধানী জয়পুরে, একটি পেট্রোল পাম্পের কাছে সিএনজি এবং এলপিজি বোঝাই দুটি ট্রাকের সংঘর্ষ হয়৷ এরপর প্রায় ৪০টি গাড়ি আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় বহু যাত্রী দগ্ধ হয়েছেন। অগ্নিকাণ্ডে প্রায় ৩৭ জন গুরুতর দগ্ধ হন। যাদের সওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । ফায়ার ব্রিগেড ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। যাত্রী ভর্তি একটি বাসেও আগুন ধরে যায়। এর পরেই পদদলিত হয় যাত্রীরা । দুর্ঘটনাটি ঘটেছে ভাংক্রোটা এলাকায় একটি বেসরকারি স্কুলের কাছে। জয়পুর পুলিশ সাহায্যের জন্য একটি হেল্পলাইন নম্বর (9166347551, 8764688431, 7300363636) জারি করেছে ।
জয়পুরের ডিএম জিতেন্দ্র সোনি নিশ্চিত করেছেন যে প্রায় ৪০টি গাড়ি আগুনে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান তিনি। আহতদের খবর নিতে এসএমএস হাসপাতালে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তিনি এসএমএস কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, আহতদের চিকিৎসায় যেন কোনো গাফিলতি না হয়। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং খিমসার বলেছেন, পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে রয়েছে। হাসপাতালে আরো শয্যা স্থাপন করা হচ্ছে যাতে সকল আহতদের চিকিৎসা করা যায়। তিনি জানান, আহতদের মধ্যে অর্ধেক ৫০ শতাংশ পুড়ে গেছে এবং তাদের চিকিৎসা চলছে।
সুনীল কাতেরিয়া নামে এক প্রত্যক্ষদর্শী ইন্ডিয়া টুডে গ্রুপকে জানান, তার বাসের কাছে হঠাৎ বিস্ফোরণ হয়। তিনি দেখেন, চারিদিকে আগুন। আগুন তার বাসের ভিতরেও পৌঁছে যায়। বাস থেকে নামার চেষ্টা করলে তিনি দেখতে পান বাসের গেটে তালা দেওয়া। এর পর লোকজন জানালা ভেঙে বাইরে লাফ দেয়। তার সঙ্গে প্রায় ৭ থেকে ৮ জন বের হলেও বাকিরা ভেতরেই থেকে যায়। তিনি বলেন, দু-একজন আগুনে পুড়ে মারাও গেছে বলে শোনা যাচ্ছে।।