আমিরুল ইসলাম,ভাতার(পূর্ব বর্ধমান),২২ জুলাই : বাড়ির লোকজন মাঠে কাজে ব্যাস্ত । সেই সুযোগে বাড়িতে চুরি করতে ঢুকেছিল বছর ২৮-এর এক যুবক । কিন্তু স্থানীয়দের তৎপরতায় শেষ পর্যন্ত সে ধরা পড়ে যায় । চলে উত্তমমধ্যম । শেষে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে । বৃ্হস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বামশোর গ্রামে । ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । পুলিশ জানায় অভিযুক্ত যুবকের নাম বাপন সরকার । তাঁর বাড়ি ভাতার থানার এরুয়ার গ্রামে । যদিও এই ঘটনায় এদিন বিকেল পর্যন্ত থানায় নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে ।
বামশোর গ্রামের বাসিন্দা পেশায় করুনা রায়ের বাড়িতে এদিন চুরির ঘটনাটি ঘটে বলে জানা গেছে । স্থানীয় সুত্রে জানা গেছে,করুনাবাবু ও তাঁর স্ত্রী জনমজুরির কাজ করেন । এদিন সকাল থেকেই তাঁরা মাঠে ধান রোয়ানোর কাজ করছিলেন । বাড়ি তালাবন্ধ ছিল ৷ সেই সুযোগে দুপুর নাগাদ করুনাবাবুদের বাড়িতে ওই যুবক চুরি করতে ঢোকে বলে অভিযোগ ।
স্থানীয় বাসিন্দা বিজয় রায় জানান, বিষয়টি তাঁদের কয়েকজনের নজরে পড়ে গেলে ওই যুবককে হাতেনাতে ধরে ফেলেন । খবর দেওয়া হয় করুনাবাবুদের । তারপর ওনাদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে যুবকের কাছ থেকে সোনার গহনা উদ্ধার হয় ।
জানা গেছে, গ্রামবাসীরা যুবককে আটকে মারধর করতে শুরু করে । ইতিমধ্যে খবর যায় ভাতার থানায় । শেষে পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে আনে ।গ্রামবাসীরা জানান,বিগত কয়েকদিন ধরে পাড়ার বাড়িগুলিতে রাতের অন্ধকারে কেউ বা কারা ঢিল ছুড়ছে । বাড়ির সদর দরজায় শিকল লাগিয়ে দিচ্ছে । এই সমস্ত উৎপাত বন্ধ করতে গ্রামে নজরদারি চালানোর জন্য পুলিশের কাছে আবেদন জানান গ্রামবাসীরা ।।