এইদিন বিনোদন ডেস্ক,১৯ ডিসেম্বর : দক্ষিণি রিয়ান স্টার উপেন্দ্র পরিচালিত এবং অভিনীত, বহু প্রতীক্ষিত ‘ইউআই’ আগামীকাল (২০ ডিসেম্বর) বিশ্বব্যাপী ৪,০০০ টিরও বেশি স্ক্রিনে মুক্তি পাবে। ছবিটি কন্নড় সহ ৫ টি ভাষায় মুক্তি পাচ্ছে এবং উপেন্দ্রের পরিচালনায় ৯ বছর পর আসছে এই ছবিটি । ছবিটি নিয়ে মানুষ কৌতূহলী। ছবির সহ-প্রযোজক নবীন মনোহর জানান, ছবির অগ্রিম বুকিং শুরু হয়েছে এবং প্রায় পূর্ণ। ২০ ডিসেম্বর সকাল ৬টা থেকে শুরু হবে ছবিটির প্রথম প্রদর্শনী।
‘ইউআই’ ছবির অনেক বিশেষত্ব রয়েছে, যার মধ্যে একটি হল আধুনিক প্রযুক্তির ব্যবহার। এ ছাড়া এই ছবির পুরো শুটিং হয়েছে অন্ধকারে। স্যান্ডালউডে এটিই প্রথম। লাহারি ফিল্মস এবং ভেনাস এন্টারপ্রাইজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন জি মনোহরন এবং কেপি শ্রীকান্ত। প্রযোজনাও করছেন নবীন মনোহর। তুলসীরামা নাইডু (লাহারি ভেলু), জি রমেশ, জি আনন্দ চন্দ্রু মনোহন এবং নগেন্দ্র নির্বাহী প্রযোজক। এই ছবিতে উপেন্দ্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন রেশমা নানাইয়া। সংগীতায়োজন করেছেন আজনীশ লোকনাথ। কেভিএন প্রোডাকশন সার্কুলেশন পরিচালনা করছে।।