শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১৭ ডিসেম্বর : মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন দুই বন্ধু । সেই সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । দুই আরোহী সড়ক পথের উপর ছিটকে পড়েন । আর ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির গাড়ি তাদের পিষে দিয়ে চলে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বন্ধুর । এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বর্ধমান-বোলপুর ২-বি জাতীয় সড়কে ভাতারের শিবদা সংলগ্ন সোলাপুকুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সুবীর হালদার ও অসীম দাস। দুজনেরই বয়স আনুমানিক ২৫ বছর। তাদের বাড়ি পূর্ব বর্ধমানের আউশগ্রামের গুসকরা শহরের সুভাষপল্লী এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুসকরার বাসিন্দা অসীম ও সুবীর নামে ওই দুই যুবক বাইকে চড়ে জাতীয় সড়ক ধরে ওড়গ্ৰাম থেকে গুসকরার দিকে যাচ্ছিলেন । ভাতারের শিবদা সংলগ্ন সোনাপুকুর এলাকা আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইকটি উল্টে যায়। রাস্তায় ছিটকে পড়ে ওই দুই যুবক। সেই সময় গুসকরাগামী একটি গাড়ি তাদেরকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। গুসকরা ফাঁড়ি ও ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘাতক গাড়িটির সন্ধান চালাচ্ছে পুলিশ। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া পরিবারে।।