এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ ডিসেম্বর : চলতি বছরে কলকাতায় কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কলকাতা পুরসভার মেয়র তথা মমতা ব্যানার্জির কেবিনেটের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম ‘দাওয়াত-ই-ইসলামীর’র ডাক দিয়েছিলেন । যা ঘিরে তুমুল বিতর্কে সৃষ্টি হয় । সাংবাদিকরা এই বিষয়ে তাকে প্রশ্ন করলে নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করার জন্য কালীপূজো ও দুর্গা পুজোর আয়োজন করার কথা শুনিয়েছিলেন মন্ত্রী ফিরহাদ । ফির একবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে চলে এসেছেন মমতা ব্যানার্জি অন্যতম কাছের তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম । এবারে তিনি আশা প্রকাশ করে বলেছেন যে একদিন ভারত মুসলিম সংখ্যাগরিষ্ঠ হবে । যদিও ফিরহাদের এই বক্তব্যকে সহজ ভাবে নেননি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার । তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যে এটা বাংলাদেশের মত পরিস্থিতি তৈরির নীলনকশা।
বিরাট হাতে মেয়ের ওই বক্তব্যের ভিডিওটি এক্স-এ শেয়ার করেছেন সুকান্ত মজুমদার । ইউপিএসসি, ডবলুবিসিএস,সিএ,এনইইটি কোচিং কেন্দ্রের তৃতীয় এডুকেশনাল কনফারেন্সে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে বক্তব্য রাখছিলেন ফিরহাদ হাকিম । অনুষ্ঠানটির আয়োজক ফিরহাদ ৩০ । হিন্দিতে ভাষণ দেন ফিরহাদ হাকিম৷ তাকে বলতে শোনা গেছে,আমরা এমন এক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যে সম্প্রদায় বাংলায় তো ৩৩ শতাংশ, গোটা ভারতে আমরা মাত্র ১৭ শতাংশ । আমাদের সংখ্যালঘু সম্প্রদায় বলা হয়৷ কিন্তু আমরা নিজেদেরকে সংখ্যালঘু ভাবি না৷ যদি আমাদের উপর আল্লাহর রহমত থাকে, আমাদের সঠিক তালিম থাকে তাহলে আমরা একদিন সংখ্যা গুরুপ থেকে সংখ্যাগুরু হতে পারি । যদি আল্লাহর মেহেরবানী হয় তাহলে আমরা নিজেদের তাকতে এটা অর্জন করব ।’ তিনি আরো বলেন,’আমাদের সম্প্রদায়কে কোন কোন জায়গায় দেখি যে কিছু হলেই মোমবাতি মিছিল করে । “উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস” আমরা বলি । শুধু মিছিল করে জাস্টিস পাওয়া যাবে না । আমাদের সক্ষমতার এমন জায়গায় পৌঁছতে হবে যে জাস্টিসের জন্য প্রার্থনা করতে হবে না এমনি জাস্টিস দিতে বাধ্য হবে ।’
এদিকে মমতা ব্যানার্জীর স্নেহধন্য কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের পূর্তমন্ত্রী ফিরহাদ হাকিমের এহেন মন্তব্যের প্রতিক্রিয়ায় সুকান্ত মজুমদার লিখেছেন, ‘কলকাতার মেয়রের কাছ থেকে বিশুদ্ধ বিষ,টিএমসির ফিরহাদ হাকিম প্রকাশ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দিচ্ছেন এবং একটি বিপজ্জনক এজেন্ডা ঠেলে দিচ্ছেন। এটি শুধু বিদ্বেষমূলক বক্তব্য নয় – এটি ভারতে বাংলাদেশ-ধরণের পরিস্থিতি তৈরির একটি নীলনকশা। কেন ইন্ডি( INDI) জোট নীরব ? আমি তাদের এই বিষয়ে তাদের মতামত প্রকাশ করার জন্য চ্যালেঞ্জ করছি। মমতা ব্যানার্জি, আপনার ভণ্ডামি এবং ভারতবিরোধী মানসিকতা উন্মোচিত হয়েছে। আপনি কি ভবিষ্যৎ কল্পনা করছেন? প্রত্যেক ভারতবাসীকে এই মানসিকতার নিন্দা করা উচিত! আমাদের জাতি তার ঐক্য ও অখণ্ডতার জন্য এই ধরনের হুমকি সহ্য করবে না।’
প্রসঙ্গত,গত জুলাই মাসে কলকাতার ধন ধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘সর্বভারতীয় কোরান প্রতিযোগিতার‘ সময় ফিরহাদ হাতেম বলেছিলেন, ‘যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াত-এ ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহতালাকে খুশি করা হবে। ইসলামকে তাদের মধ্যে ছড়াতে হবে । শক্তিশালী মনে হয়, যখন সবাই এখানে টুপি পরে বসে আছে, হাজার হাজার মানুষ বসে আছে, তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে । যেখানে আমাদের কেউ কোনদিন দাবাতে(দমাতে) পারবেনা ।’ তার এই মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় বিজেপি এবং হিন্দুদের বিভিন্ন মহল থেকে । বিধানসভার সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা হাতে সংবিধানের একটা করে কপি নিয়ে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন । ‘ফিরহাদ হাকিম মুর্দাবাদ‘, ‘হিন্দু বিরোধী সরকার আর নেই দরকার‘,’মমতা ব্যানার্জির জিহাদি সরকার আর নেই দরকার‘, ‘হিন্দু বিরোধী ফিরহাদ হাকিম মুর্দাবাদ‘,’হিন্দু তুমি এক হও‘ প্রভৃতি শ্লোগান ওঠে । পাশাপাশি শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের জামায় লেখা ছিল, ‘গর্ব করে বল আমি হিন্দু‘ স্লোগান । এবার ভারতকে মুসলিম বহুল করার ফিরহাদের এই মন্তব্যে কতটা তোলপাড় হয় সেটাই দেখার বিষয় ।।