এইদিন ওয়েবডেস্ক,পুরুলিয়া,২১ জুলাই : সরকারি চাকরি করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করল পুরুলিয়া জেলার বান্দোয়ান থানার পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতের নাম নবীন সিংহ মুড়া । তাঁর বাড়ি পুরুলিয়ার বাঘমুন্ডি থানার তুনতুড়ি গ্রামে । মঙ্গলবার পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকা থেকে তাঁকে গেফতার করে পুলিশ । বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ১০ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ।
নবীন সিংহ মুড়া তবীরগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেন বলে জানা গেছে । গত ২৯ জুলাই বারুদি গ্রামের বাসিন্দা কৃষ্ণপদ মাহাতো নামে জনৈক এক ব্যক্তি বান্দোয়ান থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ,বান্দোয়ান থানার ধাদকা গ্রামের বাসিন্দা সুনীল প্রামাণিক ও দিঘা গ্রামের বাসিন্দা গণেশ সিংহ নামে দুই ব্যক্তি তিনি সহ এলাকার অনেক বেকার যুবক-যুবতীকে সরকারি চাকরি করে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা নিয়ে আত্মসাৎ করেছে । যদিও এই অভিযোগ পত্রে নবীন সিংহ মুড়ার নাম উল্লেখ ছিল না বলে খবর ৷
তবে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে গণেশের জামাই হয় নবীন । অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই চক্রে ওই স্কুল শিক্ষকও জড়িয়ে আছে । এরপরেই নবীন সিংহ মুড়াকে গ্রেফতার করে পুলিশ । উল্লেখ্য, থানায় অভিযোগ দায়েরের আগে ওইদিন সুনীল প্রামাণিক ও গণেশ সিংহকে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করেন ওই এলাকার বেশ কিছু প্রতারিত যুবক । তারপর অভিযোগ দায়ের হতেই পুলিশ প্রহৃতদের জেরা করতেই বেড়িয়ে আসে আসল কাহিনী । পুলিশ জানিয়েছে, কতজনকে প্রতারিত করা হয়েছে ও এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা জানতে ধৃত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।।