এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,১৩ ডিসেম্বর : বাংলাদেশে বিভিন্ন ইসলামি সন্ত্রাসবাদী সংগঠনগুলি উন্মুক্ত ক্ষেত্র হয়ে যাওয়ার পর সবচেয়ে বিপদ বেড়েছে ভারতের । কারন ভারতেও সন্ত্রাসবাদী সংগঠনগুলির প্রতি সহানুভূতিশীল লোকের অভাব নেই । তাদের কাজে লাগিয়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলি নিজেদের মডিউল গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে । বাংলাদেশ পুরোপুরি কার্যত ইসলামি সন্ত্রাসবাদী অধ্যুষিত রাষ্ট্র হয়ে যাওয়ার পর ভারতের মধ্যে সবচেয়ে বিপদে আছে পশ্চিমবঙ্গ,আসাম ও ত্রিপুরা রাজ্য । বিশেষ করে রাজ্য সরকার জমি না দেওয়ায় বাংলাদেশ সীমান্তবর্তী প্রায় ৯৫০ কিলোমিটার এলাকায় কাঁটাতার দিয়ে ঘেরা সম্ভব
হচ্ছে না বলে অভিযোগ । আর সেই সুযোগ কাজে লাগিয়ে ওই উন্মুক্ত সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদীরা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে বলে মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । যদিও আসামে অভিযান চালিয়ে ৪ জন জইশ ই মহম্মদ (জেএম) সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) । আসামের গোয়ালপাড়া জেলার অভ্যন্তরে বিভিন্ন স্থান থেকে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ওই চারজন ইসলামি সন্ত্রাসবাদীকে পাকড়াও করে ।
অর্জানাইজ উইকলির প্রতিবেদনে জানা গেছে, বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) ভোর ৩ টে থেকে আসামের গোয়ালপাড়া জেলার কৃষ্ণাই, টুকুরা, বারপাহাড় ও গোবিন্দপুরচালায় অভিযান চালায় আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-এর যৌথ বাহিনী । সাহানুর আলম, জয়নাল আবেদীন, সাহানুর ইসলাম ও আবু তালেব আহমেদ নামে ওই চার সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করে গোয়ালপাড়া রিজার্ভ পুলিশ ফাঁড়িতে আনা হয় । বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী,গত বছরের অক্টোবরে আসামের গোয়ালপাড়া জেলায় তল্লাশির সময় সুলতান সালাহউদ্দিন আইয়ুবি নামে এক সন্ত্রাসবাদীকে ধরে ফেলে এনআইএ ৷ সে নিষিদ্ধ ঘোষিত ইসলামী সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ (জেএম) এর সাথে যুক্ত বলে জানতে পেতেছিল গোয়েন্দারা । শেখ সুলতান সালাহউদ্দিন আইয়ুবি সন্ত্রাসী সংগঠনের জন্য তহবিল সংগঠিত করা সহ এলইটি-র জন্য একটি ঘাঁটি সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিল ।
অক্টোবরের শুরুতে,এনআইএ আসামের গোয়ালপাড়া জেলায় ১৩ জন জয়শ-ই-মোহাম্মদ (জেএম) সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছিল। নিষিদ্ধ ঘোষিত ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠী “জইশ-ই-মোহাম্মদ” এর জন্য ভিত্তি প্রস্তুত করার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল তাদের । আসামের হোজাই জেলায় গোষ্ঠীর দুই সদস্যের গ্রেপ্তারের পর তাদের পাকড়াও করা হয় । গত ৫ অক্টোবর ভোর ৪ টার দিকে একটি তল্লাশি অভিযান চালিয়ে গোয়ালপাড়া জেলার আগিয়া থানার অন্তর্গত টোকুরা ৩ বিভাগ থেকে ওই সন্ত্রাসবাদীদের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।অভিযানে গ্রেপ্তার হওয়া জেএম সন্ত্রাসীদের মধ্যে জাহাঙ্গীর, মফিদুল ইসলাম, শাহাবুদ্দিন আহমেদ, ফারুক ইসলাম এবং শেখ আবদুল্লাহ আয়ূবি রয়েছে । যদিও তদন্তের স্বার্থে বাকি সন্ত্রাসবাদীদের নাম প্রকাশ করা হয়নি। অভিযানের সময়, এনআইএ আসাম পুলিশ দল বোরমোহোরা গ্রাম থেকে দুই স্থানীয় গারো হ্যান্ডলারকেও গ্রেপ্তার করেছে। যখন এটি চলছিল, এনআইএ টিম একজন ব্যক্তির কম্পিউটার ডেস্কে তল্লাশি চালিয়ে দেখেছিল এবং রাজ্যের জিহাদি নেটওয়ার্ক সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পেয়েছিল।।