এইদিন ওয়েবডেস্ক,নিউদিল্লি,২১ জুলাই : নিউ জেনারেশন আকাশ মিসাইল(আকাশ-এনজি) ও দেশীয় প্রযুক্তির ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রর সফল পরীক্ষা করল ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) । বুধবার বেলা ১২.৪৫ নাগাদ ওড়িশা উপকূলে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে ভুমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ‘আকাশ-এনজি’র সফল পরীক্ষা করা হয় । মূলত ভারতীয় বায়ূ সেনাকে শক্তিশালী করার লক্ষেই এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ডিআরডিও । ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বিইএল) এবং ভারত ডায়নামিক্স লিমিটেড (বিডিএল) এদিনের ট্রায়ালে অংশগ্রহন করেছিল ।
একই দিনে দেশীয় প্রযুক্তির ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষোপণাস্ত্রের সফল পরীক্ষা করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন । নিমেষে শত্রু ট্যাঙ্ককে ধুলিসাৎ করার ক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রটির ৷ এই ক্ষেপণাস্ত্রটির বৈশিষ্ট হল এটি হালকা, সহজে বহনযোগ্য। শত্রুকে সহজে চিহ্নিত করতে ইনফ্রারেড লাগানো রয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারকে আরও শক্তিশালী করে তুলবে বলে মনে করা হচ্ছে । এদিন জোড়া ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর ডিআরডিও, বিইএল, বিডিএল ভারতীয় বায়ূসেনাকে শুভেচ্ছা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ।।