শেখ মিলন,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২১ জুলাই : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বিল্বগ্রাম অঞ্চলের বড়া চৌমাথা এলাকার একটি মুদিখানা সামগ্রীর দোকানে ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল । দোকানের অ্যাসবেস্টসের ছাউনি ভেঙে ভিতরে ঢুকে লুটপাট চালায় দুষ্কৃতিরা । প্রায় কুড়ি হাজার টাকার মালপত্র চুরি গেছে বলে দাবি দোকান মালিকের । ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে স্থানীয় ব্যাবসায়ী মহলে ।
বড়া চৌমাথায় বর্ধমান-বোলপুর ২-বি জাতীয় সড়কের ঠিক ধারেই রয়েছে ওই মুদিখানা সামগ্রীর দোকানটি । দোকানঘরটি ইঁটের দেওয়াল ও অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া । দোকান মালিক ক্ষেত্রনাথ ঘোষ জানিয়েছেন, বুধবার সকালে তিনি দোকান খুলে দেখেন অ্যাসবেস্টসের চালের একাংশ ভাঙ্গা অবস্থায় রয়েছে । দোকানের ভিতরে মালপত্র তছনছ হয়ে পড়ে আছে । তখন তিনি বুঝতে পারেন তাঁর দোকানে ফের চুরির ঘটনা ঘটেছে ৷
ক্ষেত্রনাথবাবু বলেন, ‘আমার দোকানে বেশ কয়েকবারই একই কায়দায় চুরি হয়েছে । মাস ছয়েক আগে এইভাবে ছাউনি ভেঙে কয়েক হাজার টাকার মালপত্র নিয়ে পালিয়েছিল দুষ্কৃতিরা । এদিন এসে দেখছি ফের চুরি হয়েছে দোকানে । এবারে প্রায় কুড়ি হাজার টাকার জিনিস চুরি হয়ে গেছে বলে মনে হচ্ছে । একে লকডাউনের কারনে ব্যাবসায় মন্দা চলছে তার উপর এভাবে বারবার চুরি হলে আমি আর ব্যাবসা চালাতে পারব না । পরিবার নিয়ে আমায় পথে বসতে হবে ।’
এদিকে এদিন এই চুরির ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকার ব্যাবসায়ী মহলে । স্থানীয় ঔষধ ব্যবসায়ী কৌশিক হাজরা বলেন, ‘বড় চৌমাথা এলাকায় এভাবে বারবার চুরির ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি । আমাদের দাবি, এলাকার নিরাপত্তা সুরক্ষিত করুক প্রশাসন ।’।