এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২০ জুলাই : পর্নোগ্রাফি ফিল্ম তৈরি করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোমবার রাতেই বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ । এই গ্রেফতারির প্রায় ১০ ঘন্টা পর রায়ান থার্প নামে আরও একজনকে নেরুল এলাকা থেকে গ্রেপ্তার করা হল । মঙ্গলবার মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালতে তোলা হয় রাজ কুন্দ্রা এবং তাঁর সহকারী রায়ান থর্পকে । বিচারক দু’জনেরই জামিন নামঞ্জুর করে দিয়ে আগামী ২৩শে জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে ।
রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্নোগ্রাফি ফিল্ম তৈরি করে তা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে দেখানোর অভিযোগ উঠেছিল চলতি বছরের ফেব্রুয়ারী মাসে । তার ভিত্তিতে গত সোমবার রাতে তাঁকে গ্রেফতার করে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ । তার আগে রাজকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় । ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, রাজ কুন্দ্রাই পর্নোগ্রাফি ফিল্ম তৈরির ঘটনার মাস্টার মাইন্ড । রাজ ও তাঁর ব্রিটেন নিবাসী ভাই মিলে ‘কেনরিন’ নামের একটি কোম্পানি তৈরি করেছে । সেখানে পর্ণো ফিল্ম দেখানো হয় । ভারতে পর্ণোফিল্প শ্যুট করে ট্রান্সফারের মাধ্যমে বিদেশে পাঠানো হত বলে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী আধিকারিকরা । এই ঘটনায় রাজ কুন্দ্রাসহ এযাবৎ ১১ জনকে গ্রেফতার করা হল । তার মধ্যে যে ব্যক্তি ভিডিও আপলোড করত সেই উমেশ কামথকেও গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ ।।