এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২০ জুলাই : করোনাকালে কেরলবাসীকে ৯৫ শতাংশ ওষুধ বিনামূলে দিচ্ছে রাজ্য সরকার । আর দেশের বাকি রাজ্যগুলিতে সাধারণ মানুষকে লুট করছে বেসরকারি চিকিৎসা ব্যবস্থা । মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় এক স্মরণসভায় এসে এই কথাই বললেন সিপিএমের পলিটব্যুরোর সদস্যা বৃন্দা কারাত । সেই সঙ্গে কেরালাকে বাদ দিয়ে দেশের বাকি রাজ্যগুলিতে কার্যত নৈরাজ্য চলছে বলেও অভিযোগ তোলেন বর্ষীয়ান এই বামনেত্রী ।
এদিন কেন্দ্রের বিজেপি সরকারের পাশাপাশি রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করেন বৃন্দা কারাত । তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কোভিডে মৃত্যুর পরিসংখ্যান গোপন করার অভিযোগ তোলেন । বৃন্ধা কারাত বলেন, ‘বলা হচ্ছে এযাবৎ গোটা দেশে ৫ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে । এই সংখ্যাটা আরও বেশি হবে । যদি সুপ্রিম কোর্ট ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়, সেই আশঙ্কায় অনেক মৃত্যুর খবর চেপে যাওয়া হচ্ছে ।’
পাশাপাশি তিনি বলেন, ‘সারা দেশের মতই পশ্চিমবঙ্গেও বিরোধীদলের ওপর সন্ত্রাস হচ্ছে । অত্যাচার হচ্ছে মহিলাদের ওপর । কেউ সরকারের বিরোধিতা করলেই তাকে কোনও না কোনও মিথ্যা কেসে জড়িয়ে জেলে বন্দি করে দেওয়া হচ্ছে । সাধারণ মানুষের স্বাধীনতা নেই । বর্তমানে গোটা দেশ জুড়ে এক সঙ্কট চলছে ।’
সিপিএমের প্রাক্তন বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্যা সাধনা মল্লিকের স্মৃতিতে এদিন বিকেলে দলের পক্ষ থেকে কাটোয়া সংহতিমঞ্চে স্মরণসভার আয়োজন করা হয়েছিল । এই সভায় যোগ দিতে আসেন বৃন্দা কারাত । তিনি ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএমের পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অচিন্ত্য মল্লিক, রাজ্য কমিটির সদস্য অমল হালদার, মহিলা নেত্রী অঞ্জু কর প্রমূখ । কাটোয়া মহকুমা এলাকার শতাধিক সিপিএম নেতা কর্মীরা এই এদিনের এই স্মরণসভায় যোগ দিতে কাটোয়ায় যান ।।