এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২০ জুলাই : সাড়ে ৬ বছরের আদিবাসী শিশুকে ধর্ষণের অভিযোগে ধৃত যুবককে আদালতে পাঠালো পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ ধৃত যুবক তীর্থ বাগের(২১) বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে । মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে তুলে পুলিশ তাকে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় । ৫ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন বিচারক । এদিকে এই পাশবিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে । দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সমস্ত মহল থেকেই দাবি উঠছে । আদিবাসী সংগঠন’ ‘ভারত জাকাত মাঝি পরগোনা মহল’ এর কনভেনর মঙ্গল সোরেন ইতিমধ্যে এনিয়ে লিখিতভাবে পুলিশের কাছে দাবি জানিয়েছেন । এছাড়া স্থানীয় তৃণমূল নেতৃত্ব নির্যাতিতা শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছে ।
অভিযুক্ত যুবকের বাড়ি ভাতার থানার খেড়ুর গ্রামের যমুনাদিঘি পাড়ে । একই পাড়ায় বসবাস নির্যাতিতা শিশুর পরিবারের । তার বাবা-মা জনমজুরির কাজ করেন । ঘটনাটি ঘটে রবিবার রাতে । শিশুটি যখন বাবা-মায়ের পাশে শুয়ে ঘুমচ্ছিল সেই সময় ওই যুবক তাকে মুখ চেপে ধরে তুলে নিয়ে যায় । তারপর তাকে মাঠের নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ । সোমবার ভোর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিশু নিজেই বাড়ি ফিরে আসে । এরপর তার উপর ঘটে যাওয়া পাশবিক অত্যাচারের কথা জানায় । বিষয়টি চাওড় হতেই ক্ষিপ্ত গ্রামবাসীরা ওই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয় । পুলিশ তাকে আটক করে । পরে পরিবারের তরফ থেকে এনিয়ে অভিযোগ দায়ের করা হল গ্রেফতার করা হয় অভিযুক্ত তীর্থ বাগকে । এদিন তাকে আদালতে পাঠানো হয় ।
এদিকে ওই নির্যাতিতা শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী । মঙ্গলবার তিনি শিশুর বাবা-মার সঙ্গে দেখা করে তাঁদের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দিয়ে আসেন । দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন মানগোবিন্দবাবু ।।