এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,০১ ডিসেম্বর : বাংলাদেশের হিন্দুদের উপর নৃশংস বর্বরোচিত হামলার মাঝেই বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশ অব্যাহত । আসামে ফের ধরা পড়েছে ৫ বাংলাদেশি মুসলিম । অনুপ্রবেশকারীদের পাকড়াও কথা জানিয়েছেন খোদ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা । তিনি আজ এক্স-এ ধৃত অনুপ্রবেশকারীদের মুখ আবছা করা ছবি পোস্ট করে লিখেছেন,’আন্তর্জাতিক সীমান্তের কাছে আসাম পুলিশ ৫ অভিবাসীকে গ্রেফতার করেছে। আমাদের পুলিশ অত্যন্ত সতর্কতা অবলম্বন করে তাদের গ্রেফতার করে সীমান্তের ওপারে ফেরত পাঠায় ধৃত বাংলাদেশিরা হল নুর ইসলাম, ইমরান, ইয়াসমিন আখতার, ইসমো তারা আক্তার ও বাবুল হোসেন।’
প্রসঙ্গত,বাংলাদেশের সীমান্তবর্তী আসাম ও পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ একটা মুর্তিমান সমস্যা । অনুপ্রবেশ ঠেকাতে সদাসর্বদা সীমান্তে সতর্ক নজর রাখলেও বিপরীত চিত্র দেখা যায় পশ্চিমবঙ্গে । উলটে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রকাশ্যে মঞ্চে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া এবং নাগরিকত্ব দেওয়ার পক্ষে সওয়াল করতে শোনা গেছে । শনিবার কলকাতার যাদবপুর বাসস্ট্যান্ডে একটা পথসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভাষণ দেওয়ার সময় অভিযোগ তোলেন, ‘বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের সুবিধা করে দিতে বাংলাদশের সীমান্তের ৭২ জায়গায় বিএসএফের ক্যাম্প করার জন্য জমি দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।’ তিনি কেন্দ্র সরকারকে সরাসরি জমি মালিকদের কাছে জমি কিনে বিএসএফের ক্যাম্প করার জন্য অনুরোধ জানান ।এদিকে আসামে ৫ অনুপ্রবেশকারী ধরা পড়ার পর একজন নেটিজেন(@SouleFacts) মন্তব্য করেছেন, এটা পশ্চিমবঙ্গ হলে ‘রেড কার্পেট ওয়েলকাম হত’ । তিনি লিখেছেন,’এই বাংলাদেশিদের দুঃসাহস দেখুন, তারা বাংলাদেশে হিন্দুদের হত্যা চালিয়ে যাচ্ছে, তারা জনসংখ্যা পরিবর্তনের জন্য ভারতে অনুপ্রবেশ করে চলেছে। একটু ভেবে দেখুন, আসামে তারা ধরা পড়ে, কিন্তু পশ্চিমবঙ্গে তারা লাল গালিচায় অভ্যর্থনা পায়।’
গৌরব দেব লিখেছেন,’৫ জন ধরা পড়েছে ঠিকই কিন্তু তার পিছনে অন্তত ৫০ জন অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং কিছু দিনের মধ্যে তারা নির্মাণ শ্রমিক, নিরাপত্তা প্রহরী, ক্ষেতমজুর, ড্রাইভার ইত্যাদি হিসাবে সমগ্র তেলেঙ্গানা, ব্যাঙ্গালোর, নয়ডা জুড়ে ছড়িয়ে পড়বে। তারপর কয়েক মাসের মধ্যে তারা চুরি ডাকাতি ইভটিজিং ইত্যাদি অপরাধ শুরু করবে ।’।