এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ নভেম্বর : বৃহস্পতিবার রাতের অন্ধকারে বীরভূমের সিউড়ি ২ নম্বরে ব্লকের ইন্দ্রগাছা মোড়ে একটি হনুমান মন্দিরের বজরঙ্গবলীর মূর্তি ভাঙার ঘটনা ঘটেছে । আজ শুক্রবার সকালে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ । কিন্তু এখনো পর্যন্ত মূর্তি ভাঙচুর কারী দুর্বৃত্তদের পুলিশ গ্রেফতার করতে পারেনি এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য সিউড়ি থানার ওসি দেবাশীষ ঘোষ অত্যন্ত দ্রুততার সঙ্গে মূর্তিটি মেরামতের উদ্যোগ নেয় বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু । পাশাপাশি রাজ্য বিজেপির যুব মোর্চার নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির প্রশ্ন, ‘গরুর দুধ মুখ্যমন্ত্রী খান, হিন্দুরা কেন লাথি খাবে?’
তিনি মূর্তি মেরামতের একটা ভিডিও শেয়ার করে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন,’বীরভূম জেলার সিউরি-২ ব্লকের পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ইন্দ্রগাছা মোড়ে ভগবান হনুমান মন্দিরে ভাঙচুরের বিষয়ে আজ সকালে আমার দ্বারা শেয়ার করা পোস্টের ধারাবাহিকতায়, সিউড়ি পুলিশ কোনও অপরাধীকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে৷ যাই হোক, তারা সক্রিয় হয় এবং প্রতিমা মেরামত করে বজরঙ্গবলীর প্রতিমার অপবিত্রতা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। বীরভূম জেলা পুলিশের অধীন সিউড়ি থানার ওসি দেবাশীষ ঘোষ; আপনার কাজ অপরাধের সমাধান করা মূর্তি মেরামত করা নয়। সনাতানি ঐতিহ্যে, একটি মূর্তি একবার অপবিত্র হলে ঠিক সেভাবে স্থির করা যায় না, ‘প্রতিষ্ঠা’-এর জন্য কিছু নির্দিষ্ট আচার-অনুষ্ঠান অনুসরণ করা প্রয়োজন।
মনে হয় ঠিক যেমন বেলডাঙ্গা থানার ওসি মোঃ জামালউদ্দিন মন্ডল; যিনি দাঙ্গার সময় সাম্প্রতিক ভাংচুরের পরে মন্দির মেরামত করতে ব্যস্ত হয়েছিলেন । পশ্চিমবঙ্গ পুলিশ এখন এই টেমপ্লেট অনুসরণ করছে। তারাও পারছে না হিন্দু মন্দিরের ভাংচুর বন্ধ করতে, না তারা দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছেন, তাদের একমাত্র প্রতিক্রিয়া হল ক্ষতি দ্রুত মেরামত করা যাতে ভাঙচুর যত কম সময়ের জন্য জনসাধারণের কাছে প্রকাশ পায়।’
প্রসঙ্গত,সিউড়ি-বোলপুর সড়ক পথের ধারে ১০-১২ বছর আগে ওই মন্দিরের প্রতিষ্ঠা হয় । প্রতিদিন পুজোও হয়। কিন্তু আজ পুরোহিত পুজো করতে এসে দেখেন বজরংবলীর বিগ্রহটি মুখ থুবড়ে পড়ে আছে । তিনি ঘটনার কথা মন্দির কমিটিকে জানালে প্রচুর লোকজন সেখানে জড়ো হয়ে যায়৷ এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে আছে সিউরি থানার পুলিশ ।
বীরভূমের সিউড়ির হনুমান মন্দিরে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির যুব মোর্চার নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিয়ারিও । তিনি এক্স-এ ভাঙচুর হওয়া মন্দিরের ভিডিও শেয়ার করে লিখেছেন,’হনুমানজির মূর্তি ভাঙচুর করেছে কিছু লোক। এটা বাংলাদেশের ভিডিও নয়। বীরভূমের সিউড়ি ২ নম্বরে ব্লকের ইন্দ্রগাছা মোড়ের ঘটনা । পশ্চিমবঙ্গ পুলিশ এখনো পর্যন্ত কতজনকে গ্রেফতার করেছে জানতে চাই।মুখ্যমন্ত্রীর গরুর দুধ মুখ্যমন্ত্রী খান হয়তো কিন্তু তার লাথি হিন্দুরা কেন খাবে ?’