শ্যামসুন্দর ঘোষ,কলকাতা,২৯ নভেম্বর : গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে আসার পর থেকেই সংখ্যালঘু হিন্দুদের উপর বাংলাদেশের মুসলিমরা অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে । ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির প্রতিবাদ করায় সেই অত্যাচারের মাত্র আরও প্রবল আকার ধারন করেছে । বাংলাদেশের হিন্দুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অত্যাচারের খন্ডচিত্র তুলে ধরায় বাংলাদেশের বর্তমান সাম্প্রদায়িক হিংসার চিত্র গোটা বিশ্বের সামনে আসছে । অত্যাচারিত হিন্দুরা নিরুপায় হয়ে কখনো ভারত সরকার, আবার কখনো নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কাতর সাহায্য চাইছেন । ভারতেও বিজেপিসহ বিভিন্ন হিন্দুত্ববাদী দল বাংলাদেশের মুসলিমদের এই অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে । কিন্তু মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মুসলিম মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মনে করছেন যে যতটা প্রচার হচ্ছে সেমনি কিছু ঘটেনি বাংলাদেশে । তার কথায় বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে ‘বাড়াবাড়ি হচ্ছে ।’ শুধু তাইই নয়,বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কড়া বিবৃতির প্রতিক্রিয়ায় ‘ইউনুস সাহেবও ভালো উত্তর দিয়েছেন’ বলে মন্তব্য করেছেন সিদ্দিকুল্লা ।
বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের কার্যত পাশে দাঁড়িয়ে সিদ্দিকুল্লা চৌধুরী মন্তব্য করেন,’বাবরি মসজিদ নিয়ে বাংলাদেশ যখন মুখ খুলেছিল, তখন মোদীজি বলেছিলেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। ইউনুস সাহেবও ভালো উত্তর দিয়েছেন – এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। সন্ন্যাসী যদি অপরাধ করে অপরাধী, ইমাম অপরাধ করলে অপরাধী। ভালো সন্ন্যাসী হলে কি অপরাধ করত ?’ বাংলাদেশি মুসলিমদের পাশে দাঁড়িতে মমতা ব্যানার্জি ক্যাবিনেটের এই মুসলিম মন্ত্রী বলেন,’মাদ্রাসার ছেলেরা যখন মন্দির পাহারা দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছিল তখন দেখতে পান না?’ সিদ্দিকুল্লাহ বাংলাদেশের জিহাদি কর্মকাণ্ডকে ‘অস্থির মস্তিষ্কের কাজ’ বলে অবিহিত করেছেন । পাশাপাশি তিনি হিন্দুদের উপর আদপেই অত্যাচার হচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন,’বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চিত ভাবে তার নিন্দা করতে হবে। তবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’
যদিও দলনেত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশে ‘ধর্ম নিয়ে অত্যাচারের’ সমালোচনা করে জানিয়েছিলেন যে এই ইস্যুতে তিনি কেন্দ্র সরকারের পাশেই আছেন । কিন্তু তার দলেরই এই মুসলিম নেতার উলটো সুরে রাজ্যের হিন্দুদের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হবে সেটা নিশ্চিত ।
বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি এনিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তীব্র ভাষায় সমালোচনা করেন । তিনি এক্স-এ লিখেছেন,’মমতা ব্যানার্জির ভণ্ডামি প্রকট। যখন তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ভারতের পররাষ্ট্র নীতির বিরুদ্ধে বিষ উড়িয়ে দিচ্ছেন, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দিচ্ছেন, তখন তার পুলিশ বাংলাদেশে নৃশংসতার প্রতিবাদকারী শান্তিপূর্ণ হিন্দুদের ওপর নৃশংসতা চালাচ্ছে। বাংলা, তার শাসনাধীনে, বাংলাদেশে হিন্দুদের প্রতিকূলতার প্রতিচ্ছবি। যথেষ্ট হয়েছে—বাংলার হিন্দুরা উঠছে, তার অত্যাচারী শাসনকে অস্বীকার করছে এবং সীমান্তের ওপারে তাদের ভাই ও বোনদের সাথে সারিবদ্ধ হচ্ছে। ভোটের জন্য চরমপন্থীদের সাথে মমতার জোট তার আসল রঙ উন্মোচিত করেছে, এবং মানুষ ভুলবে না।’।