এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ নভেম্বর : শিলিগুড়ির নকশালবাড়ি এলাকার বাসিন্দা ফ্রান্সিস এক্কা নামে একজনকে ধরেছে ভারতীয় সেনাবাহিনী । দেশবিরোধী কার্যকালাপে যুক্ত থাকার অভিযোগে তাকে ধরতে গিয়ে তল্লাশি চালাতেই চোখ কপালে উঠে যায় তদন্তকারী দলের । কারন তারা ফ্রান্সিসের বাড়িতে খুঁজে পায় এক গ্রাম ওজনের তেজস্ক্রিয় পদার্থ । ক্যালিফোর্নিয়ামের (Californium) ওই মৌল সাধারণত পরমানু বোমা তৈরির কাজে ব্যবহৃত হয় । তার সঙ্গে উদ্ধার হল ভারতের ভারতের প্রতিরক্ষা গবেষণার গুরুত্বপূর্ণ নথি। বর্তমানে পানিঘাটা ফাঁড়ির পুলিশের হেফাজতে রয়েছে ওই দেশদ্রোহী । কিন্তু তার স্ত্রী অমৃতা এক্কাকে নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে গেছে । কারন অমৃতা এক্কা হলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের একজন কর্মাধ্যক্ষ । বিজেপির যুব মোর্চার রাজ্য নেতা তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি কটাক্ষ করেছেন,’তৃণমূল শুধু চোর নয়,দেশদ্রোহীও’ ।
তিনি একটা নিউজ পোর্টালের খবর এক্স-এ শেয়ার করে লিখেছেন,’তৃণমূলকে আমরা চোর ভাবতাম শুধুমাত্র কিন্তু এরা শুধু চোর নয় এরা দেশদ্রোহীও। গরু, কাঠ কিংবা কয়লা পাচারের পর এবার পরমাণু বোমা তৈরিতে ব্যবহৃত মৌল ক্যালিফোর্নিয়ামের (Californium) হদিশ মিলল তৃণমূল (TMC) নেত্রীর বাড়িতে। ঘটনাটি ঘটেছে সম্প্রতি শিলিগুলি (Siliguri) শহরের অদূরে অবস্থিত নকশাল বাড়িতে। পুলিশ সূত্রে জানা গিয়েছ, দার্জিলিং জেলার নকশালবাড়ি ব্লকের বেলগাছি চা-বাগান এলাকায় দেশবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন ফ্রান্সিস এক্কা নামে এক ব্যক্তি। ফ্রান্সিসের গ্রেফতারের সঙ্গে এক নতুন দিক উন্মোচিত হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যা অমৃতা এক্কার স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠেছে। সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ (Military Intelligence) এবং দার্জিলিং জেলা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।’
তিনি লিখেছেন,’ফ্রান্সিস এক্কার বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ ওঠেছে যে, তিনি দীর্ঘদিন ধরে দেশের নিরাপত্তার পক্ষে হুমকি হতে পারে এমন কার্যকলাপে যুক্ত ছিলেন। পুলিশ ও গোয়েন্দা বিভাগের সূত্রে জানা গিয়েছে, ফ্রান্সিসের সাথে কিছু আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের যোগাযোগ রয়েছে, যারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া নথি এবং তেজস্ক্রিয় পদার্থ এসব ষড়যন্ত্রের সত্যতা প্রমাণ করতে পারে।
তদন্তকারী দলের মতে, এদের কর্মকাণ্ড শুধু একটি স্থানীয় অপরাধ নয়, বরং একটি বৃহত্তর চক্রান্তের অংশ হতে পারে, যা দেশের নিরাপত্তার পক্ষে হুমকি হয়ে দাঁড়াতে পারে। তেজস্ক্রিয় পদার্থ ক্যালিফোর্নিয়ামের উপস্থিতি এ বিষয়ে আরও গভীর সন্দেহ তৈরি করেছে, কারণ এটি সাধারণত অস্ত্র এবং পরমাণু পরীক্ষার কাজে ব্যবহৃত হতে পারে।’
জানা গেছে,ধৃত ফ্রান্সিস এক্কা ফরেস্ট ভলেন্টিয়ারের কাজ করতো। তাঁর স্ত্রী অমৃতা এক্কা নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। পানিঘাটা ফাঁড়ির পুলিশ ধৃত ফ্রান্সিস এক্কাকে আদালতে তুলে ৫ দিনের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ । কিছুদিন আগে বিহার থেকেও তেজস্ক্রিয় পদার্থ সহ বেশ কয়েকজন ধরা পড়ে। ফ্রান্সিসের সঙ্গে তাঁদের যোগ রয়েছে বলে পুলিশের সন্দেহ। যেকারণে বিহারেও যেতে পারে পুলিশ । আপাতত ফ্রান্সিসের বাড়ির সামনে কড়া পুলিশি পাহাড়া বসানো হয়েছে ।
বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এই ঘটনার প্রতিক্রিয়ায় লিখেছেন,’তৃণমূলের দেশবিরোধী কর্মকাণ্ড উন্মোচিত। টিএমসি নেতার ক্যালিফোর্নিয়ামের মতো একটি অত্যন্ত বিপজ্জনক তেজস্ক্রিয় উপাদানের দখল জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কার্যকলাপে পার্টির জড়িত থাকার কথা তুলে ধরে। এটা শুধু শাসনব্যবস্থার ব্যর্থতা নয়, দেশের আস্থার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। প্রশাসনের অজান্তেই কীভাবে এত বিপজ্জনক পদার্থ একজন রাজনৈতিক নেতার বাড়িতে পৌঁছল? এটা কি অবহেলা নাকি ইচ্ছাকৃত জটিলতা? একটি পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব দেশবিরোধী কর্মকাণ্ডের সত্য উদঘাটন করতে হবে। বাংলার আরও ভালো নেতৃত্বের যোগ্য, তার নিরাপত্তা ও অখণ্ডতাকে বিপন্নকারী নয়।’।