এইদিন বিনোদন ডেস্ক,২৯ নভেম্বর : বাংলাদেশের হিন্দুদের উপর যে অবর্ণনীয় অত্যাচার চলছে তা গোটা বিশ্ব দেখছে ৷ প্রতিবাদও হচ্ছে নির্দিষ্ট কিছু মহিল থেকে । কিন্তু ভারতের তথাকথিত ধর্মনিরপেক্ষ বামপন্থী মনস্কদের এখনো সেভাবে প্রতিবাদে সরব হতে দেখা যায়নি৷ তাদের মধ্যে অন্যতম বলিউডের ভিলেন তথা দক্ষিণের অভিনেতা প্রকাশ রাজ । কিন্তু তথাকথিত ফ্যাক্ট ফাইন্ডার তথা অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরের বিরুদ্ধে ভারতের সার্বভৌমত্ব, একতা এবং অখণ্ডতাকে বিপন্ন করার অভিযোগে উত্তরপ্রদেশ পুলিশ মামলা রজু করতেই সক্রিয় হয়ে উঠেছে ওই ছদ্ম ধর্মনিরপেক্ষতাবাদী অভিনেতা । অভিনেতা-কাম বামপন্থী রাজনীতিবিদ প্রকাশ রাজ, যিনি এই টুইটটি পুনঃটুইট করেছেন এবং হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছেন আই স্ট্যান্ড উইথ জুবের । এই লড়াইয়ে জুবায়েরের সাথে দাঁড়ানোর জন্য বাকস্বাধীনতা এবং স্বাধীন সাংবাদিকতার সমস্ত সমর্থকদের কাছে আবেদন করেছেন তিনি ।
উল্লেখ্য,গাজিয়াবাদের দাসনা দেবী মন্দিরের পুরোহিত ইয়াতি নরসিংহানন্দের একটি পুরানো ভিডিও ক্লিপ শেয়ার করার জন্য মহম্মদ জুবায়েরের বিরুদ্ধে মুসলিমদের সহিংসতা উস্কে দেওয়ার জন্য পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে। ভারতীয় দণ্ডবিধির (বিএনএস) ১৫২ (ভারতের সার্বভৌমত্ব, একতা এবং অখণ্ডতাকে বিপন্ন করার চেষ্টা) ধারা এখন একই এফআইআরে যুক্ত করা হয়েছে। অল্ট নিউজের মূল সংস্থা প্রাভদা মিডিয়া ফাউন্ডেশনের পরিচালক নিঝরি সিনহা টুইট করেছেন অল্ট নিউজ এখন পুলিশের পদক্ষেপের বিরুদ্ধে আপনার সাথে দাঁড়িয়েছে। আমরা বাকস্বাধীনতা, স্বাধীন সাংবাদিকতা এবং সত্যতা যাচাইয়ের সকল সমর্থকদের এই লড়াইয়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি । এর আগে নব্য মুসলিম বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর মহম্মদ জুবেরের পাশে থাকার বার্তা দিয়েছিলেন ।।