এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৯ জুলাই : ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক গৃহবধূ । যদিও শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রাণ বাঁচে তাঁর । সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে মালদা শহরের ব্যাস্ততম এলাকা রবীন্দ্র এভিনিউতে । ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইংরেজবাজার থানার পুলিশ । পরে পুলিশ ওই গৃহবধুকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় ।
জানা গেছে,গৃহবধুর বাপের বাড়ি মূর্শিদাবাদ জেলায় ৷ ইংলিশবাজার থানা এলাকার ন’ঘরিয়ায় তাঁর বিয়ে হয়েছে । এদিন স্বামী-স্ত্রী দু’জনকেই মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় দেখা যায় ।
স্থানীয় বাসিন্দা জুয়েল শেখ,লালটু শেখরা বলেন, ‘ওই গৃহবধু ও তাঁর স্বামীকে ফ্লাইওভারে উঠতে দেখা যায় । তখন প্রচুর লোকজন ফ্লাইওভার দিয়ে যাতায়ত করছিলেন । বধুর স্বামী একটু তফাতেই ছিলেন । সেই সময় আচমকা ওই বধু ফ্লাইওভার থেকে নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন । নজরে পড়ে গেলে সঙ্গে সঙ্গে আমরা ছুটে গিয়ে বধুর হাতটা ধরে ফেলি । আরও কিছু লোকজন আসে । তারপর সকলে মিলে বধুকে টেনে তুলি । তাঁকে ফ্লাইওভার থেকে নিচে নামিয়ে আনে থানায় খবর দিই ।’
স্থানীয়দের দাবি,পারিবারিক অশান্তির জেরেই ওই গৃহবধূ ফ্লাইওভার থেকে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিল । যদিও বধুর স্বামীর কথায় তাঁর স্ত্রী মানসিকভাবে অসুস্থ । তার জেরেই এদিন এই ঘটনা ঘটিয়ে ফেলেছে । ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ।।