এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ নভেম্বর : চিকিৎসা থেকে শুরু করে খাদ্য সামগ্রীর বিষয়ে পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ । আর সেই বাংলাদেশে জামাত ইসলামের এবং বিএনপি-এর মত মৌলবাদী শক্তিগুলি ক্ষমতা আসার পর থেকে ব্যাপক হারে ভারত বিদ্বেষ বেড়ে গেছে । এই বিদ্বেষ থেকেই সে দেশের হিন্দুদের ওপর হামলা চালাচ্ছে মুসলমানরা । এবারে বাংলাদেশকে টাইট করতে ভিসা এবং পণ্য পরিবহন ১০০ শতাংশ বন্ধের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারকে সতর্ক করে বলেছেন, ভারতে চিকিৎসা করবে করতে আসবেন না,করাচি বা লাহোরে গিয়ে চিকিৎসা করাতে যান ।
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে আসার পর থেকে সারজিস আলমের মত বাংলাদেশের বর্তমান তদারকি সরকারের মন্ত্রীর পদ সামলানো কিছু ইসলামি জঙ্গি ভারত ও হিন্দুদের বিরুদ্ধে ক্রমাগত বিষ উগরে দিয়ে যাচ্ছে । তাদের মধ্যে এমনই এক জঙ্গির বক্তব্যের ভিডিও সাংবাদিকদের শুনিয়ে শুভেন্দু অধিকারী বলেন,’তার দেশে কি হবে আমার দেখার দরকার নেই । তিনি একজন জাতীয় মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন, তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন । এই প্রশাসককে বলতে চাই যে নুন আপনার আছে কিন্তু আয়োডিনটা ভারতের । আমি শুধু একটা উদাহরণ দিলাম ।’
এরপর শুভেন্দু অধিকারী বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেন,’আমি এখান থেকে দাবি করছি যে ভিসা ১০০ শতাংশ বন্ধ করুন৷ প্রয়োজন হলে আমরা একদিন অপেক্ষা করব তারপর ভিসা দপ্তরে যাব । এক্সপোর্ট ইমপোর্ট পারমিট বন্ধ করুন । বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে । চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিশর্ত মুক্তি, হিন্দুদের ওপর আক্রমণ, মন্দির ভাঙ্গা বন্ধ করুন, আর যে নাবালকদের তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন৷ আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি বা লাহোরে যান৷ এখানে আসবেন না । পরিষ্কার বলে দিতে চাই আমরা ।’
ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারী, হিন্দুদের উপর মুসলিমদের অত্যাচার এবং হিন্দু ধর্মস্থলে হামলার প্রতিবাদে আজ বুধবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে প্রতিবাদ জানিয়ে আসেন শুভেন্দু অধিকারী ও তার দলের ৭ বিধায়ক । পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের মুসলিমদের জিহাদি কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন । শুভেন্দু অধিকারী বলেন, আমরা পরিষ্কার ভাষায় বলেছি যে ভারত আর বাংলাদেশের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। যেটা আপনারা নষ্ট করছেন । ৭১ সালের মুক্তিযুদ্ধ, যার বিজয় দিবসে ১৬ই ডিসেম্বর , এই বিজয় দিবসের প্রাক্কালে ভারতীয়দের যোগদান বা অবদান আপনারা চেষ্টা করলেও মুছে ফেলতে পারবেন না৷ আমরা বলেছি যে কয়েক কোটি যারা এই বঙ্গে আছেন তারা ধর্মীয় উৎপীড়ন ও দেশ ভাগের কারণে অত্যাচারিত হয়ে আসতে বাধ্য হয়েছে ।’
তিনি বলেন,’আমরা এর আগে মুজিব সাহেবের সরকার দেখেছি, বিএনপি ও আওয়ামী লীগের সরকার দেখেছি, দেখেছি আমরা হোসেন মোহাম্মদ এরশাদের সরকারের সেনা শাসন, কিন্তু এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা ও আচরণ, এই রকমের হিন্দু নিধন, হিন্দুদের আস্থার জায়গা মন্দির টার্গেট করা, হিন্দু সনাতনী প্রচারক প্রভুদের মিথ্যা মামলায় জেলে পোরা,এই জিনিস আমরা বিগত দিনে দেখিনি । আমরা পরিষ্কারভাবে বলেছি এনাফ ইজ এনাফ । বন্ধ করুন এই হিন্দু নিধন ।’ চিন্ময় প্রভুর গ্রেফতারী প্রসঙ্গে শুভেন্দু বলেন,’চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে কোন অভিযোগ নেই, অভিযোগ প্রমাণিত হয়নি, তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক । তাকে যে মিথ্যা অভিযোগের জেলা পরা হয়েছে তার তালিবান, আইএসআই এস এবং মৌলবাদীদের পদধ্বনি ।’।