শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),২৬ নভেম্বর : দোকানে চুরির ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই চোরকে পাকড়াও করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সিরাজুল শেখ৷ তার বাড়ি বীরভূমের নানুর থানার সাঁওতা গ্রামে ।ভাতারের বলগোনা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তিন দিনের পুলিশি হেফাজতের শেষে ধৃতকে আজ মঙ্গলবার বর্ধমান আদালতের পেশ করা হয় ।
উল্লেখ্য, গত ২২শে নভেম্বর ভাতারের কুবাজপুর মোড়ে গভীর রাত্রে একটি মুদিখানা দোকানে চুরির ঘটনা ঘটে। দোকান মালিক হলেন ভাতার থানার বিজিপুর গ্রামের বাসিন্দা হাসিবুল শেখ। বাড়ি । পার্শ্ববর্তী কুবাজপুর মোড়ে তাঁর মুদিখানার দোকান রয়েছে । গত ২৩ শে নভেম্বর সকালে দোকান খুলে তিনি দেখেন তাঁর দোকানে বেশ কিছু মুদিখানা সামগ্রী ও নগদ টাকাপয়সা চুরি হয়ে গেছে। এরপরেই তিনি ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। বিভিন্ন জায়গার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তকে চিহ্নিত করা হয় । অবশেষে বলগোনা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয় । ভাতার থানার ওসি বুদ্ধদেব ঢুলি জানিয়েছেন, হেফাজতে নিয়ে ধৃতের কাছ থেকে চুরি করা বেশ কিছু সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করা হয় ।।