এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৬ নভেম্বর : বিজেপি সমর্থক মুসলিমদের ‘হুক্কা পানি’ বন্ধ করার ফতোয়া জারি করা মওলানা খলিলার রহমান সাজ্জাদ নোমানী নদভী নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন । একটা বিবৃতি জারি করে ওই কট্টরপন্থী ইসলামি প্রচারক বলেছেন,’বর্তমানে আলোচনায় থাকা বিজেপি সমর্থক মুসলমানদের বয়কট করার আমার বক্তব্যটি অনেকের প্রশ্নের উত্তরে একটি বিশেষ প্রসঙ্গে দেওয়া হয়েছিল। এরাই লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে বাধা পেয়েছিলেন। আমার প্রতিক্রিয়া ছিল সেই সমস্ত লোকদের প্রতি যারা ভারতের সাধারণ নাগরিককে তাদের সাংবিধানিক ভোটের অধিকার থেকে বাধা দিচ্ছে। অতএব, আমার বক্তব্যকে সেই বিশেষ প্রেক্ষাপটের বাইরে দেখা অন্যায় হবে। আমার উপরের বক্তব্য ২০২৪ সালের সেপ্টেম্বরের, মহারাষ্ট্র নির্বাচনের অনেক আগের । আমার উক্তিটি মোটেও কোন সমাজের বিরুদ্ধে ছিল না, আমার উদ্দেশ্যও ছিল না, কোন প্রকার ফতোয়া জারি করা । তবে আমি যদি এই কথা বলে কারো অনুভূতিতে আঘাত দিয়ে থাকি তাহলে আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি এবং নিঃশর্ত ক্ষমা চাইছি। আমি সর্বদা সত্য ও ন্যায়ের জন্য সংগ্রাম করেছি এবং যারা সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে, মুসলিম হোক বা অন্য কেউ, আমি সবসময় তার বিরোধিতা করেছি।’
উল্লেখ্য,মহারাষ্ট্র বিধানসভার ভোটের আগে অভিনেত্রী স্বরা ভাস্কর তার ‘মুসলিম স্বামী’ ফাহাদ আহমেদ সঙ্গে নিয়ে মওলানা নোমানির ‘খেদমতে হাজির’ হয়েছিলেন । ফাহাদ আহমেদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তবে হেরে গেছেন । মহারাষ্ট্রের পর একদিকে যেমন মওলানা নোমানির সুরবদল হয়ে গেছে, অন্যদিকে তেমনি ঘরে ঢুকে গেছেন স্বরা ভাস্করও ।।