এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৫ নভেম্বর : বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আজ সোমবার বিকেলে গ্রেফতার করেছে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মৌলবাদী মহম্মদ ইউনুসের পুলিশ । তারপর গোটা দেশ জুড়ে হিন্দুরা রাস্তায় নেমে এসেছে । ঢাকার শাহবাগে স্কোয়ারে হিন্দুরা জড়ো হয়ে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদশর্ন করছিল। সেই সময় অস্ত্র ও লাঠিসোঁটা হাতে নিয়ে হিন্দুদের উপর হামলা চালিয়ে দেয় জঙ্গিরা । হামলায় প্রচুর হিন্দু আহত হয়েছে । বহু যুবকের মাথা ফেটে গেছে । তাদের মধ্যে কয়েকজনের আশঙ্কাজনক । জামায়াত ইসলামি ও হেফাজত হিজবুত তাহরীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জঙ্গিরা শাহাবাগে হিন্দুদের ওপর হামলা চালিয়েছে। জিহাদি সারজিস আলম এবং হাসনাত তানভীর নামে যে জঙ্গিরা শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদের আয়োজন করেছিল তারা হিন্দুদের উপর হামলার নির্দেশ দিয়েছিল বলে জানা গেছে।
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সমন্বয়ক নেহার চন্দ্র হালদারকে জঙ্গিদের বাঁচাতে গিয়ে বেশ কয়েকজন হিন্দু যুবক গুরুতর আহত হয়েছে । এদিকে আজ গোটা দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে । রাত ৮. ৩০ থেকে ময়মনসিংহ হিন্দু জাগরণ মঞ্চর পক্ষ থেকে গাঙ্গিনাপাড় ফিরোজ জাহাঙ্গীর চত্বরে প্রতিবাদী মিছিল চলছে ৷ খুলনা ও কক্সবাজারে বিক্ষোভ চলছে । চট্টগ্রামেও চলছে বিক্ষোভ মিছিল চলছে। হিন্দু জনতা শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর অবিলম্বে মুক্তি দাবি করছে। বাংলাদেশের হিন্দুদের বাঁচাতে ইসকনের সন্ন্যাসীরা ভারতকে হস্তক্ষেপের জন্য কাতর আবেদন জানিয়েছেন ।।