শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),২৫ নভেম্বর :
বনদপ্তরের অনুমতি ছাড়াই গাছ কাটার খবর ‘এইদিন’-এ প্রকাশিত হতেই নড়েচড়ে বসল প্রশাসন। রাস্তার পাশে কাটা গাছের গোড়াগুলি পরিদর্শন ও মাপজোখ করলেন বনদপ্তরের তিন সদস্যের প্রতিনিধি দল। উল্লেখ্য, পূর্ব বর্ধমানের ভাতারের বনপাস গ্রাম পঞ্চায়েতের আমবোনা গ্রাম যাওয়ার রাস্তার পাশে সাতটি পুরনো গাছ বনদপ্তরের অনুমতি ছাড়াই কাটা হয়। সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হতেই পঞ্চায়েতের কাছে রিপোর্ট তলব করে জেলা প্রশাসনের।
জানা গেছে ,জেলা বনাধিকারীকের নির্দেশে বনদপ্তরের একটি দল ভাতারের বনপাশ গ্রাম পঞ্চায়েতের আমবোনা গ্রামে রবিবার রাত্রে হাজির হন। গ্রাম যাওয়ার আগে রাস্তার পাশে কাটা গাছের গোড়াগুলি পরিদর্শনের পাশাপাশি মাপজোপ করেন। অনুমতি ছাড়াই কে বা কারা গাছগুলি কাটলো এই নিয়ে বনদপ্তরের তরফে বনপাস গ্রাম পঞ্চায়েতের কাছে রিপোর্ট জানতে চাওয়া হয়। বনপাস গ্রাম পঞ্চায়েত থেকে রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নিতে চলেছে বনদপ্তর। সূত্রের খবর,বেআইনিভাবে পঞ্চায়েতের লাগানো গাছ কাটার নেপথ্যে রয়েছেন জনৈক এক তৃণমূল নেতা । ফলে এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে শাসকদল ।।