এইদিন ওয়েবডেস্ক,হুগলি,২৫ নভেম্বর : ফের এরাজ্যে ঘটল শিশুকন্যার উপর পাশবিক নির্যাতনের ঘটনা ! এবারে হুগলি জেলার গুড়াপ থানার গুপ্তিপাড়ায় ৫ বছরের একটি শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে । জানা গেছে, রবিবার রাতে প্রতিবেশী নরপশু অশোক শিটের ঘরের বিছানায় বালিশ ও মশারি চাপা দেওয়া অবস্থায় শিশুটির রক্তাক্ত দেহ খুঁজে পায় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ৷
অভিযুক্তকে গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । মৃত শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অশোক শিটকে গ্রেফতার করেছে গুড়াপ থানার পুলিশ । ধৃতের বিরুদ্ধে ধর্ষণ,খুন,পকসোসহ একাধিক ধারায় মামলা রুজু করে আজ সোমবার চুঁচুড়া আদালতে পাঠানো হয়।
জানা গেছে,রবিবার বিকেলে হঠাৎ নিখোঁজ হয়ে যায় ওই শিশুটি । সন্ধ্যা পর্যন্ত মেয়েটি বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন । শেষে বাড়ির অদূরে অভিযুক্ত অশোক শিটের বাড়িতে শিশুটির খোঁজ নিতে যায় তারা । কিন্তু তারা ঘরে ঢুকতে চাইলে অশোকের বাধার মুখে পড়তে হয় । শেষে পরিবারের লোকজন ও গ্রামবাসীরা জোর করে তার ঘরে ঢোকে এবং তার বিছানায় রক্তাক্ত শিশুটিকে ঢাকা দেওয়া অবস্থায় দেখতে পায় বলে জানা গেছে । এরপর ক্ষিপ্ত জনতা অভিযুক্তকে ধরে গনধোলাই দেয় । স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে তড়িঘড়ি ধনিয়াখালি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়রা জানান,একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে অশোক শিটের বিরুদ্ধে৷ কিন্তু প্রতিবারই সে আইনের ফাঁকফোঁকর গলে নিজেকে বাঁচাতে সক্ষম হয়েছে । মৃত শিশুর পরিবার ও গ্রামবাসীরা তার ফাঁসির দাবি জানিয়েছেন ।
এদিকে একটা সংবাদপত্রে প্রকাশিত রাজ্যের দুটি যৌন নির্যাতনের ঘটনার প্রতিবেদনের কাটিং নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল । ওই প্রতিবেদনে হুগলির গুড়াপে ৫ বছরের শিশুকন্যার উপর বর্বরোচিত ঘটনার পাশাপাশি নদিয়ায় এক কিশোরীকে যৌন নির্যাতনের পর খুন করে লাশ মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে ফারুক মণ্ডল নামে এক যুবকের বিরুদ্ধে । পুলিশ তাকে গ্রেফতার করে রবিবার কষ্ণনগর আদালতে তোলে । বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ধৃত ফারুক মণ্ডল নামে যুবক ওই কিশোরীকে শ্বাসরোধ করে খুন করে মাটিতে পুঁতে দেয়। খুনের আগে নাবালিকাকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে এবং এই ঘটনায় একাধিক ব্যক্তির যুক্ত ছিল বলে সন্দেহ পুলিশের । অগ্নিমিত্রা পাল লিখেছেন,’এখন পশ্চিমবঙ্গ। সংবাদপত্র খুললেই প্রথম পাতায় মহিলাদের উপর নির্যাতনের খবর। ছাড় নেই কিশোরী, শিশু কারোর।’।