এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,১৯ জুলাই : ব্লাড সুগার বা রক্ত শর্করা রোগীদের সব চেয়ে বড় শত্রু করোনা ভাইরাস । আমেরিকায় করোনায় মৃতদের মধ্যে ৪০ শতাংশ রক্ত শর্করার রোগী, জানিয়েছে আমেরিকান ডায়াবেটিস এসোসিয়েশন । সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, এযাবৎ মোট ছয় লাখ আট হাজার মানুষ মারা গেছেন আমেরিকায় । মৃতদের মধ্যে ২ লাখ ৪০ হাজার মানুষ ডায়াবেটিসের রোগী ছিলেন । আর এতেই প্রমান হয় করোনা ভাইরাস ডায়াবেটিস আক্রান্ত রোগীদের কাছে কতটা ভয়ঙ্কর । বর্তমানে আমেরিকার ১০ শতাংশ মানুষ ডায়াবেটিস আক্রান্ত । আর এই কারনে এখানে মৃত্যুর হারও সব থেকে বেশি বলে জানিয়েছে আমেরিকান ডায়াবেটিস এসোসিয়েশন ।
সংগঠনের প্রধান গবেষক চিকিৎসক ডাঃ রবার্ট গাবে জানান, আমেরিকায় মোট মৃতদের মধ্যে ৪০ শতাংশ রক্ত শর্করা রোগীর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু গোটা বিশ্বের কাছে একটা অশনি সঙ্কেত । আমেরিকা ছাড়াও বিশ্বের অনান্য দেশের ব্লাড সুগারের রোগীদেরও করোনা ভাইরাসের কারনে জীবন বিপন্ন হতে পারে ।
তাঁর কথায়,করোনার দুটো টিকা নেওয়া রক্ত শর্করার রোগীরাও পর্যন্ত সুরক্ষিত নয় । টিকা নেওয়ার পরেও সংক্রমিত হলে তাঁদের জীবনের ঝুঁকি থেকেই যায় । ডায়াবেটিস আক্রান্তদের করোনায় মৃত্যুর আশঙ্কা অনান্যদের থেকে ৬-১২ গুন বেশি বলে জানিয়েছেন ডঃ গাবে ।
তিনি বলেন, ‘ডায়াবেটিসের রোগীরা করোনা সংক্রমিত হলে তাঁদের স্বাস্থ্যের সব থেকে বেশি ক্ষতি হয় । আমেরিকার মত সম্পন্ন দেশে যেখানে চিকিৎসার উন্নত ব্যবস্থা আছে সেখানেও ডায়াবেটিসকে নিয়ন্ত্রনে রাখা সম্ভব হয়ে উঠছে না । ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিতে হয় । কিন্তু সম্প্রতি ইনসুলিনের দাম অত্যধিক হারে বেড়ে গেছে । সেই কারনে সকলের পক্ষে ইনসুলিন সংগ্রহ করা সম্ভব হয়ে উঠছে না ।’
এদিকে বিশ্বের প্রতি ৬ ডায়াবেটিস রোগীদের মধ্যে একজন ভারতীয় । বর্তমানে ভারতে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ৮ কোটির কিছু অধিক । ২০৪৫ সালে এই সংখ্যাটা ১৩ কোটি ৪০ লাখে পৌঁছে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা । তাঁদের আশঙ্কা, করোনার জন্য শুরু হওয়া লকডাউনের জন্য শারিরীক স্থূলতা বৃদ্ধির কারনে ডায়াবেটিসের প্রকোপ আরও বাড়বে ।
ডাঃ রবার্ট গাবে বলেন, ‘ডায়াবেটিস আর শারিরীক স্থূলত্ব বৃদ্ধি বিশ্বের সমস্ত দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে । আমেরিকার ৪২ শতাংশ মানুষ স্থূলাকৃতি । তাদের মধ্যে ৭৩ শতাংশ মানুষের ওজন স্বাভাবিকের থেকে বেশি ।’ তাই এই অতিমারি পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখার জন্য সুগার নিয়ন্ত্রনে রাখার পাশাপাশি নিয়মিত শরীরচর্চার পরামর্শ দিয়েছেন আমেরিকার এই গবেষক চিকিৎসক ।।