শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ নভেম্বর : সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত ইনচার্জকে (ওসি) সংবর্ধনা দিল ভাতারের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ । সাম্প্রতিক সময়ে রাজ্যের অনান্য থানার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ইনচার্জেরও রদবদল হয় । দিন কয়েক আগেই ভাতার থানায় বদলি হয়ে আসেন সাব- ইন্সপেক্টর বুদ্ধদেব ঢুলি। এর আগে তিনি দক্ষতার সঙ্গে দেওয়ানদিঘী থানার ইনচার্জের দায়িত্ব পালন করেছিলেন । নতুন দায়িত্ব গ্রহণের পর থেকেই বুদ্ধদেববাবুকে শুভেচ্ছা জানাচ্ছে এলাকার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ ও বিশিষ্টজনেরা । আজ রবিবার “ভাতার ব্লক আপডেট খবর হোয়াটসঅ্যাপ গ্রুপ”-এর পক্ষ থেকে নবনিযুক্ত ওসিকে সম্বর্ধনা জানানো হল । উপস্থিত ছিলেন গ্রুপের অ্যাডমিনরা ।
জানা গেছে,প্রশাসনিক কাজের বাইরে রাজ্য পুলিশের এই আধিকারিক সংস্কৃতিমনস্ক বলেও পরিচিত৷ দীর্ঘদিন ধরে তিনি সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত আছেন । বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) পদে দায়িত্বে থাকাকালীন নানান সামাজিক কর্মকাণ্ডের সাক্ষী হয়েছেন বুদ্ধদেব বাবু । পারিবারিক অনুষ্ঠান কিংবা গ্রামরক্ষা বাহিনীর কালীপুজোর অনুষ্ঠানে তার হারমনিকার হৃদয়স্পর্শী সুরে মন ভরিয়েছেন শ্রোতাদের। প্রশাসনিক কাজের ফাঁকে সাংস্কৃতিক চর্চার দীর্ঘদিনের অভ্যাস তাঁর ।
ভাতার থানায় বদলি হয়ে আসার পর নিজের অফিসের টেবিলে তিনি একটা তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়ে রেখেছেন । আর সেই ইঙ্গিত দিয়েছেন চারটি ছোট্ট পুতুলের মাধ্যমে । তার মধ্যে একটি পুতুলের দুহাত দিয়ে চোখ ঢাকা, একটির হাত দিয়ে ঢাকা দুই মুখ,বাকি দুটির একটির কান ঢাকা দেওয়া আর চতুর্থ পুতুলের গালে হাত রাখার ভঙ্গিতে দেখা গেছে । অর্থাৎ তার স্পষ্ট ইঙ্গিত হল খারাপ দেখো না,খারাপ বলো না,খারাপ শুনো না এবং খারাপ ভেবো না… যে অভ্যাস একজন ব্যক্তিকে অপরাধ প্রবণতা থেকে দূরে সরিয়ে রাখার জন্য অবশ্য প্রয়োজন ।
ওসির এই বুদ্ধিদীপ্ত ইঙ্গিতের প্রশংসা করেছেন তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসা হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা৷।