এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২৪ নভেম্বর : ট্যাব কেলেঙ্কারিতে শিলিগুড়ির এক দম্পতিসহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ । শনিবার রাতে শিলিগুড়ির লেলিন কলোনি এলাকায় হানা দিয়ে জিমাতুন খাতুন ও নজরুল ইসলাম নামে ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ এবং মাটিগাড়া থানার পুলিশের যৌথ বাহিনী । তদন্তে পুলিশ জানতে পেরেছে যে পেশায় শ্রমিক ওই দম্পতি ছাড়াও তাদের পরিবারের ৫ সদস্যের ব্যাংক অ্যাকাউন্টে মাস খানেক আগে পশ্চিম মেদিনীপুরের ট্রেজারি থেকে ট্যাবের টাকা ঢোকে ৷ এনিয়ে কেশিয়ারি থানায় একটা অভিযোগও দায়ের হয়েছিল । এরপর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ তদন্তে নেমে তাদের চিহ্নিত করে । আজ রবিবার ধৃত দম্পতিকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে তাদের ট্রানজিট রিমান্ডের জন্য আবেদন জানায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ । পাশাপাশি একই কেলেঙ্কারিতে শিলিগুড়ির এনজিপি থানা এলাকার ১ জন যুবককে গ্রেফতার করা হয়েছে ।
উল্লেখ্য, ট্যাব কেলেঙ্কারির অন্যতম এপিসেন্টার হল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ৷ সম্প্রতি সরশুনায় ট্যাব কেলেঙ্কারিতে চোপড়া থেকে মনিরুল ইসলাম এবং মনসুর ইসলাম নামে দু’জনকে গ্রেপ্তার করে লালবাজার থানার পুলিশ । এর আগে উত্তর দিনাজপুরে হানা দিয়ে মহম্মদ তাহাউদ্দিন নামে একজনকে বনগাঁ থানার পুলিশ পাকড়াও করেছিল । ধৃতের একাউন্টে ঢুকেছিল ট্যাবের টাকা। ট্যাব কেলেঙ্কারির ঘটনায় রাজ্য পুলিশের সিআইডির পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগও তদন্তে নেমেছে । ইতিমধ্যে কয়েক ডজন ধরা পড়েছে পুলিশের হাতে ।।