এইদিন ওয়েবডেস্ক,আলিপুরদুয়ার,২৩ নভেম্বর : রাজ্যের ৬ আসনের উপনির্বাচনে খাতাই খুলতে পারেনি বিজেপি । উপরন্তু হাতছাড়া হয়েছে মাদারিহাট আসনটি । তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো মোট ৭৯,১৮৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। বিজেপি প্রার্থী রাহুল লোহার ৫১,০১৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। এদিকে আসনটি হাতছাড়া হওয়ার জন্য মনোজ টিগ্গাকে দুষলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বারলা। প্রার্থী নির্বাচন নিয়ে মনোজ টিগ্গার একতরফা সিদ্ধান্তের তিনি তীব্র সমালোচনা করেছেন । সংবাদমাধ্যমকে তিনি বলেছেন,’১৬ শতাংশের বোনাস চুক্তিতে সায় দিয়ে শ্রমিকদের অভিশাপের খেসারত দিতে হল । অহঙ্কারের জন্যই এই পতন হল ।’
জন বারলা বলেন,’আমিই এমএলএ,আমিই এমপি, আমিই জেলা সভাপতি,এই অহংকার কাল হয়ে দাঁড়ালো । অথচ মাদারিহাটে বিজেপির অবস্থা ভালোই ছিল ।’ তিনি বলেন, মাদারিহাটের রামঝোড়া, দলমোড়ের বন্ধ চাবাগানের শ্রমিকদের উনি(মনোজ টিগ্গা) খোঁজ নিতে যাননি । উপরন্তু চা বাগানের শ্রমিকদের ১৬ শতাংশের বোনাস চুক্তিতে সায় দেওয়ায় শ্রমিকরা চরম ক্ষুব্ধ হয় । যেকারণে ২৫-৩০টি চা বাগান নিয়ে গঠিত ওই আসনের চা শ্রমিকদের অভিশাপের খেসারত দিতে হল দলকে ।’
এছাড়া, নির্বাচনী প্রচারে স্থানীয় নেতাদের প্রাধান্য না দিয়ে বাইরে থেকে নেতাদের নিয়ে প্রচার করায় মনোজ টিগ্গার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন জন বারলা। বিষয়টি সাংসদ রাজু বিস্টকে বলা সত্ত্বেও তাকে এলাকায় ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি । তিনি দাবি করেন যে ২০২৬ এর বিধানসভা ভোটে উত্তরবঙ্গে বিজেপির কপালে বড় দূর্ভোগ লুকিয়ে আছে । এখন দেখার বিষয় যে গেরুয়া শিবিরের ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গে কিভাবে ড্যামেজ কন্ট্রোল করেন শুভেন্দু-সুকান্ত ।।