এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান), ১৮ জুলাই : রবিবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে এলেন সিআইডির ডিআইজি(স্পেশাল) কল্যাণ বন্দ্যোপাধ্যায় । সকাল সাড়ে দশটা নাগাদ তিনি মঙ্গলকোট থানায় আসেন । স্থানীয় তৃণমূল নেতা অসীম দাস হত্যাকাণ্ডের বিষয়ে সিআইডির তদন্তকারী আধিকারিকদের সঙ্গে প্রায় আধ ঘন্টা কথা বলেন । মূলত তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি জানতে চান বলে খবর । শেষে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হন ।
গত সোমবার খুন হন মঙ্গলকোটের লাখুড়িয়া অঞ্চল তৃণমূল সভাপতি অসীম দাস । তাঁকে খুব কাছ থেকে গুলি করে খুন করে দুষ্কৃতিরা । ঘটনার তিন দিনের মাথায় সাবুল শেখ ও সামু শেখ নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ । শুক্রবার তদন্তের দায়িত্ব পুরোপুরি হাতে পাওয়ার পর ধৃতদের নিজেদের হেফাজতে নেয় সিআইডি । খুনের মোটিভ জানার জন্য সিআইডি ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে । এর পাশাপাশি শুক্রবার সন্ধ্যায় নিহত অসীম দাসের বাড়িতে গিয়েছিল সিআইডির আধিকারিকরা । সেখানে তাঁরা নিহতের স্ত্রী ও ছেলেকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেন বলে জানা গেছে ।।