এইদিন ওয়েবডেস্ক,রংপুর(বাংলাদেশ),২২ নভেম্বর : ৮ দফা দাবিতে আজ শুক্রবার বাংলাদেশের রংপুর মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশের হিন্দুরা । বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আয়োজনে এবং সনাতনী অধিকার আন্দোলন ও বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিক নামে দুই গোষ্ঠীর সহযোগিতায় ওই মহাসমাবেশটির আয়োজন করা হয়েছে রংপুরের মাহিগঞ্জ কলেজ মাঠে । কিন্তু সমাবেশ কি বানচাল করার জন্য মোহাম্মদ ইউনূসের পুলিশ এবং বাংলাদেশের জিহাদি সংগঠনগুলি একজোট হয়ে গেছে । বাসে চুরে রংপুরের সমাবেশে অংশ নিতে যাওয়া হিন্দুদের ওপর জিহাদি হামলার ঘটনা ঘটেছে । রংপুর জেলার কাউনিয়া বাসস্ট্যান্ডে ইসলামী ছাত্র আন্দোলন নামে একটি জিহাদী সংগঠনের ২০-২৫ জন জঙ্গি লাঠিসোঁটা নিয়ে হিন্দুদের উপর হামলা চালায় । হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন হিন্দু । আহতদের কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক । তাদের দু’জনেরই মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে ।
তবে শুধু ইসলামি জিহাদিরাই নয়, হিন্দুদের আজকের এই সমাবেশ ব্যর্থ করতে আসরে নেমে পড়েছে বাংলাদেশের পুলিশ এবং সেনাবাহিনীও । এর আগে অনুমতি দিয়েও সমাবেশের স্থান পরিবর্তন করে রংপুর প্রশাসন । রংপুর জেলা স্কুল মাঠ থেকে সমাবেশ মাহিগঞ্জ কলেজ মাঠে স্থানান্তরিত করে দেওয়া হয় । বৃহস্পতিবার রাতে রংপুরে সাধু সন্তদের হোটেল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল মহম্মদ ইউনুসের পুলিশ । রংপুরের বিভিন্ন জেলায় বাস মালিক সমিতিদের বাস না দেওয়ার জন্য পুলিশের তরফে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ ।
আজ বহু জায়গায় বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী সমাবেশের উদ্দেশ্যে রওনা দেওয়া ৯০-৯৫ টি বাস আটকে দেয় । রংপুর সমাবেশে যেতে যাওয়ার সময় জলঢাকা এলাকায় পুলিশ বাসের চাবি কেড়ে নেয় । সৈয়দপুর টার্মিনাল রোডে সড়কপথে পুলিশ ব্যারিকেড করে সমস্ত বাস আটকে দেয় । পরে হিন্দুদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে রাস্তা ছাড়তে বাধ্য হয় । বাস আটকে দেওয়া হয় ফুলবাড়ি ধরলা ব্রিজেও । বাংলাদেশের পুলিশ ও ইসলামি জিহাদিদের এত বাধা সত্ত্বেও লক্ষাধিক হিন্দু জড়ো হয়েছে রংপুরের মাহিগঞ্জ কলেজ মাঠে । সমাবেশের মুখ্য বক্তা হলেন ইসকন পুন্ডরিক ধামের অধ্যক্ষ ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় দাস প্রভু । উপস্থিত আছেন সীতাকুণ্ড শঙ্কর মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দজী গিরি মহরাজসহ অনেক সাধুসন্ত ।।