এইদিন ওয়েবডেস্ক,আসানসোল,২২ নভেম্বর : বৃহস্পতিবার নবান্নে বসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য পুলিশের ‘নিচু তলার’ আধিকারিকদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছিলেন । মুখ্যমন্ত্রীর বক্তব্য হল,’বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, পুলিশেরও কিছু লোক টাকা খেয়ে এসবের মদত দিচ্ছে।’তিনি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য নির্দেশ দেন । আর তার এই বক্তব্যের ২৪ ঘন্টার মধ্যেই প্রথম সাসপেন্ড হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার ইনচার্জ সাব-ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডল । বৃহস্পতিবার রাতেই তাঁকে সাসপেন্ড করেছেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী । মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে কর্তব্যে গাফেলতির অভিযোগ আনা হয়েছে । তবে ঘুঁষ নিয়ে ‘বালি-কয়লা-সিমেন্ট চুরির মদত দেওয়া’র যে অভিযোগ মুখ্যমন্ত্রী করেছেন তার সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তার স্পষ্ট নয়।
গতকাল মমতা ব্যানার্জি বলেছিলেন,’পলিটিক্যাল নেতাদের নামে বদনাম করে বেশি। পাঁচ টাকা খেলে বলে ৫০০ টাকা । কিন্তু পলিটিকাল নেতারা টাকা খাওয়ার আগে দশবার ভাবে, জনগণের টাকা খাওয়া কি উচিত ? তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে ।’
তিনি আরও বলেন,’চুরি হলে তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর সিআইএসএফ ও পুলিশের একাংশ টাকা খেয়ে চুরি করবে এটা আমি বরদাস্ত করব না ।’
সূত্রের খবর,মমতা ব্যানার্জির এই বক্তব্যের পর রাজ্য পুলিশের তোলপাড় পরে যায় । সন্দেহ করা হচ্ছে যে বারাবনি থানার ইনচার্জকে দিয়ে রাজ্য পুলিশের অসৎ আধিকারিকদের সাসপেনশনের প্রক্রিয়া শুরু হলো ৷ এই তালিকায় আরো নাম আছে বলে মনে করা হচ্ছে । ফলে পুলিশ বিভাগে এনিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে । তবে বারাবনি থানার ইনচার্জ মনোরঞ্জন মণ্ডল তৃণমূল ঘনিষ্ঠ একজন পুলিশ আধিকারিক বলেই পরিচিত । সম্প্রতি তাকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । নিজের অফিসে বারাবনির তৃণমূলের ব্লক সভাপতি অসিত সিং-এর জন্মদিন পালন করেছিলেন মনোরঞ্জন মন্ডল । এমনকি ওই তৃণমূল নেতাকে নিজের হাতে কেক পর্যন্ত খাইয়ে দেন তিনি ।
প্রসঙ্গত,কয়লা পাচারের মামলায় নাম জড়িয়েছে আসানসোলের বাসিন্দা তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের । যে সময় লালার লোকজন কয়লা পাচার করতেন তাতে মলয় ঘটকের কোন ভূমিকা ছিল কিনা খতিয়ে দেখতে তাকে একাধিকবার তলব করেছিল ইডি । যদিও শারীরিক অসুস্থতা এবং মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য হওয়ার কারণ দেখিয়ে তিনি ইডির জেরা এডিয়ে গেছেন ।।