এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২২ নভেম্বর : তালিবানের সুপ্রিম কোর্ট বলেছে যে খোস্ত ও সামাঙ্গনে পাঁচ জনকে “নৈতিক দুর্নীতির” অভিযোগে বেত্রাঘাত করা হয়েছে।বৃহস্পতিবার, আদালত সংবাদপত্রে বিবৃতি দিয়েছে যে খোস্তের নাদেরশাহ কোট জেলায় দুই জনকে “দণ্ড” দিয়েছে।
আদালতের মতে, এই ব্যক্তিদের প্রত্যেককে ৩৯ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে এই আদালত বলেছেন, ব্যভিচারের অভিযোগে সামাঙ্গনে তিনজনকে সাজা দিয়েছেন।আদালতের মতে, এই ব্যক্তিদের বেত দিয়ে ৩৯ বার করে পেটানো হয়েছিল। উল্লেখ্য, দুদিন আগে খোস্ত ও বাঘলানে দুইজনকে একই কায়দায় ‘শাস্তি’ দিয়েছে তালিবান। প্রসঙ্গত,বেত্রাঘাত করার আগে স্থানীয় খেলার মাঠে আসার জন্য স্থানীয় বাসিন্দাদের আমন্ত্রণ জানায় তালিবান । তারপর অভিযুক্তদের একের পর এক নিয়ে গিয়ে বেত দিয়ে গুনে গুনে চাবকানো হয় । তালিবানের এই প্রকার শাস্তিকে মানবধিকারের লঙ্ঘন বলে বারবার ধিক্কার জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় । তাতেও এক সময়ের কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন তালিবানের কোনো হেলদোল নেই ।।