এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২১ নভেম্বর : বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ‘কিশোর গ্যাং’-এর কথা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে আকছার শুনতে পাওয়া যায় । কিন্তু এরাজ্যেও যে এমন ‘গ্যাং’ তৈরি হতে পারে তা কেউ স্বপ্নেও কল্পনা করেনি ৷ কিন্তু শিলিগুড়ি থানার পুলিশের হাতে বিকি বাল্মিকী গ্রেফতার হওয়ার পর এমনই এক ‘কিশোর গ্যাং’-এর হদিশ পাওয়া গেছে । শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং আজ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন যে বেশ কিছু সোনারূপোর অলঙ্কারসহ ওই গ্যাংয়ের মাস্টার মাইন্ড বিকি বাল্মিকীকে গ্রেফতার করা হয়েছে । ধৃতের বাড়ি শিলিগুড়ি থানার টিকিয়াপাড়ায় । এই গোষ্ঠীর সাথে জড়িত বাকিদের সন্ধান চলছে বলে জানিয়েছেন ডিসিপি ।
পুলিশ সূত্রে খবর,শিলিগুড়ি থানার টিকিয়াপাড়ার বাসিন্দা কিছু কিশোরদের প্রশিক্ষণ দিয়ে একটা ‘চোর গ্যাং’ তৈরি করেছিল । ওই কিশোররা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রেইকি করে বেড়াত । যে বাড়ি ফাঁকা থাকত মূলত সেই বাড়িতেই ‘অপারেশন’ চালাত তারা । ডিসিপি রাকেশ সিং বলেছেন,’আমরা ১৬ নভেম্বর একটা অভিযোগ পাই । অভিযোগটি দায়ের করেন টিকিয়াপাড়ার বাসিন্দা সুরজ বাঁসফোর নামে জনৈক এক ব্যক্তি । তিনি জানিয়েছিলেন যে গত ৮ নভেম্বর ছট পুজো করে কোচবিহারে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন । এরপর ১৫ নভেম্বর তিনি বাড়ি ফিরে দেখেন সমস্ত দরজার তালা ভাঙ্গা । ঘরের আলমারি খোলা । সোনারূপোর যাবতীয় গহনা এবং নথিপত্র আলমারি থেকে উধাও হয়ে গেছে ।’
ডিসিপি বলেন, ‘ঘটনার তদন্তে নেমে আমরা একদিনের মধ্যে বিকি বাল্মিকীকে গ্রেফতার করি । তাকে জেরা করে জানা যায় যে চুরি করার সামগ্রী তার বাড়ির এক জায়গায় মাটি খুঁড়ে পুঁতে রেখে দিয়েছে । তারপর সেখান থেকে সোনার উপর গহনা এবং একাধিক পরিচয় পত্র সহ নথিপত্র উদ্ধার করা হয় ।’ তিনি জানান যে ধৃতকে আদালতে তোলার পর হেফাজতে নিয়ে নিয়ে চক্রের বাকি সদস্যদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে ।।