এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ নভেম্বর : কংগ্রেসের সৃষ্ট ওয়াকফ বোর্ড অবলুপ্ত করার দাবি উঠছে দেশ জুড়ে । যদিও ওয়াকফ বোর্ডকে বিলুপ্ত করার দিকে ঝুঁকছে না কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার । বরঞ্চ বোর্ডের একচেটিয়া কর্তৃত্ব খতম করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনতে চাইছেন । তবে কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতাও হচ্ছে । বিভিন্ন মুসলিম সংগঠনগুলি এই বিলের প্রবল বিরোধিতা তো করছেই, পাশাপাশি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের বিরোধিতার মুখে পড়তে হচ্ছে কেন্দ্র সরকারকে । এই বিলের বিরোধিতায় দিল্লিতে জোরালো আওয়াজ তুলছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি । ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় তৃণমূল নিজেকে কার্যত ব্রান্ড করে ফেলেছে । তবে এখানেই থেকে থাকছেন না মমতা ব্যানার্জি । শোনা যাচ্ছে যে বিধানসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিলের পাল্টা বিল আনার পরিকল্পনা নিয়েছেন তিনি । পাশাপাশি বাবরি মসজিদ ধ্বংসের দিন ৬ ডিসেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশন স্থগিত করা হবে বলে জানা গেছে । বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে ওই দিনটি ‘সংহতি দিবস’ হিসেবে পালন করবেন মমতা ব্যানার্জি । উল্লেখ্য, ২৫ নভেম্বর থেকে শীতকালীন অধিবেশন বসছে । চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
প্রসঙ্গত,১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল । রাজ্যে ক্ষমতায় আসার পর মমতা ব্যানার্জি ওই দিনটি ‘সংহতি দিবস’ হিসেবে পালন করতে শুরু করেন । মাঝে শনি ও রবিবার ছাড়াও ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে ‘সংহতি দিবস’ হিসেবে বিধানসভার অধিবেশন স্থগিত থাকবে বলে জানা গেছে ।
পাশাপাশি জানা গেছে,কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিলের পাল্টা বিল আনার পরিকল্পনা নিয়েছেন মমতা ব্যানার্জি । বিষয়টি নিয়ে বিধানসভার সচিবালয় এবং রাজ্যের আইন ও পরিষদীয় দফতরের মধ্যে আলোচনা চলছে । সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আগামী মঙ্গল ও বুধবার বিধানসভায় সংবিধান দিবস নিয়ে আলোচনার প্রস্তাব আনবে শাসকদল। আলোচনা পর্ব শেষ হলেই ওয়াকফ সংক্রান্ত বিল আনবেন মমতা ব্যানার্জি । পাশাপাশি তিনি এনিয়ে প্রচারের জন্য রাজ্যসভায় দলের মুখ্য সচেতন নাদিমুল হক ও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছেন বলে জানা গেছে । সম্প্রতি এই দুই তৃণমূল নেতা এই সংক্রান্ত বিষয় নিয়ে একটি সাংবাদিক বৈঠকও করেন ।
এদিকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের প্রতিক্রিয়া, ‘তোষণের ওয়াকফ । পশ্চিমবঙ্গ আলাদাদেশ নয়। একটি অঙ্গরাজ্য। তাও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্র বিল আনলেই পাল্টা বিল আনে। মমতা জানেন, এই বিল কোনওদিন আইনের মুখ দেখবে না। তবু রাষ্ট্রবিরোধী চিন্তা।’।