সেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),২০ নভেম্বর : আজ বুধবার ৭১তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে রক্তদান শিবির ও বিশেষ আলোচনা সভার আয়োজন পূর্ব বর্ধমান জেলার ভাতারের সাহেবগঞ্জে-১ আঞ্চলিক সোচাঁলদা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে । রক্তদান জীবন দান। রক্ত সংকট মেটানোর লক্ষ্যে দীর্ঘ কয়েক বছর ধরেই ভাতারের সাহেবগঞ্জ-১ আঞ্চলিক সমবায় সমিতির উদ্যোগে রক্তদান শিবিরসহ নানান সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করে আসা হচ্ছে । এবারেও তার ব্যতিক্রম হল না
উদ্যোক্তারা জানিয়েছেন,এবারের শিবিরে ৬০ জন রক্ত দান করেছেন । এর আগে শিবিরের উদ্বোধন করেন ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী । তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ভাতার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বাসুদেব যশ, বর্ধমান বিভাগের সিডিও সিন্ধু কুমার বিশ্বাস, ভাতারের সিআই প্রসেনজিৎ দাস, বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক শাখার আধিকারিক পিনাকী ব্যানার্জি, স্থানীয় গ্ৰাম পঞ্চায়েতে প্রধান রঞ্জিত মল্লিক, সমবায় সমিতির ম্যানেজার অজয় কুমার মুখার্জি, কোষাধ্যক্ষ উত্তম ঘোষাল সহ অন্যান্যরা ।
জানা গেছে, ভাতারের সাহেবগঞ্জ এক নম্বর আঞ্চলিক কৃষি সমবায় সমিতির সদস্য সংখ্যা প্রায় ২,০০০ । এই সমবায় সমিতির উদ্যোগে প্রায় চার হাজার গ্রাহককে ব্যাঙ্ককিং পরিষেবা দেওয়া হয়। কৃষাণ ক্রেডিট লোন, স্বল্প মূল্যে কৃষকদের ধান কাটার কাজে ব্যবহৃত হারভেস্টার মেশিন সরবরাহ,স্বল্পমূল্যে নলকূপের জল সরবরাহ, স্বল্প সুদে কৃষি লোন, শস্য বীমা প্রকল্পের সুবিধা, কৃষি যন্ত্রপাতি প্রদানের মতো নানান সরকারি পরিষেবা দেওয়া হয়। আগামী দিনের কৃষকদের স্বার্থে এই সমবায় সমিতির উন্নয়নকে আরো উন্নতি করার বার্তা দেন সমবায় সমিতির ম্যানেজার অজয় কুমার মুখার্জি। পাশাপাশি ৭১ তম নিখিলভারত সমবায় সপ্তাহ উপলক্ষ্যে সমবায় সমিতির সভাকক্ষে গ্রাহকদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে সরকারি নানান পরিষেবা সহ সমবায় সমিতির ভূমিকা গ্রাহকদের সামনে তুলে ধরেন আমন্ত্রিতরা৷।