এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ নভেম্বর : আজ বুধবার সাম্প্রদায়িক হিংসার শিকার মুর্শিদাবাদের বেলডাঙ্গার হিন্দুদের খোঁজখবর নিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে । তাকেসহ আরও কয়েক ডজন বিজেপি নেতাকে নদীয়া জেলার কৃষ্ণনগরের কোতোয়ালী থানার পুলিশ গ্রেফতার করেছিল বলে অভিযোগ করেছেন । ওই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন সুকান । তিনি কড়া প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য করেছেন,’ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে বাঙালি হিন্দুদের হত্যার ময়দানে পরিণত করেছে।’
আজ বিকেল ৩:৫৫ নাগাদ নিজের এক্স অ্যাকাউন্টে সুকান্ত মজুমদার লিখেছেন,’ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে বাঙালি হিন্দুদের হত্যার ময়দানে পরিণত করেছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নিরপরাধ হিন্দুদের বিরুদ্ধে মৌলবাদীদের দ্বারা সংঘটিত নৃশংসতা মমতার কৃতদাস পুলিশ বাহিনীর কাছ থেকে নীরবতার সাথে মিলিত হয়েছে। আজ, বেলডাঙায় পৌঁছনোর আগেই ভীতু প্রশাসন আমাদের কাপুরুষের মতো থামিয়ে দিল। বেলডাঙ্গা হোক বা শ্যামপুর, পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিটি বাঙালি হিন্দুর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের লড়াই নিরলসভাবে চলবে।’
যদিও রবিবারে বেলডাঙ্গায় হিংসার ঘটনার পর থেকে পুলিশ টানা ১৪৪ ধারা লাগু এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রেখেছে । ফলে বর্তমানে বেলডাঙ্গার পরিস্থিতি কি তা জানা সম্ভব হয়নি । মঙ্গলবার শুভেন্দু অধিকারী বেলডাঙ্গায় হিন্দুদের উপর চলা হামলার ভয়ঙ্কর চিত্র তুলে ধরেন। তার অভিযোগ,হিন্দুদের ঘরবাড়ি, দোকান ভাঙচুর ও লুঠপাট হয়েছে এবং ভাঙচুর হয়েছে হিন্দু মন্দিরে ।আক্রান্তদের পাশে থাকার বার্তা দিতে আজ বেলডাঙ্গার উদ্দেশ্যে রওনা হন সুকান্ত মজুমদার । কিন্তু কৃষ্ণনগরের কোতোয়ালি থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের ব্যারিকেড করে আটকে দেয় বিশাল পুলিশবাহিনী ।।