এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,২০ নভেম্বর : আসামের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শ্রী ভূমি’। ওই নাম দিয়েছিলেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর । মঙ্গলবার (১৯ নভেম্বর) আসাম সরকারের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসাম সরকার বলেছে যে এই সিদ্ধান্ত জেলার সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস বলেন, বাংলা বা অসমীয়া ভাষায় করিমগঞ্জ শব্দ নেই। তিনি বলেন, আমরা এমন নাম পরিবর্তন করব যার কোনো ভাষাগত ভিত্তি নেই। তিনি ১৯১৯ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সফরকে শ্রীভূমি নামকরণের কারণ হিসেবে উল্লেখ করেছেন ।
মুখ্যমন্ত্রী সরমা বলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালে এখানে এসেছিলেন, তিনি এই এলাকাটিকে শ্রীভূমি বলে অভিহিত করেছিলেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা করিমগঞ্জের সাথে ত্রিপুরার সীমান্ত রয়েছে। এটি আসামের সিলেট বিভাগের অধীনে আসে। হেমন্ত বিশ্বশর্মা এক্স-এ লিখেছেন,’১০০ বছরেরও বেশি আগে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আসামের আধুনিক করিমগঞ্জ জেলাকে ‘শ্রীভূমি’- মা লক্ষ্মীর ভূমি হিসাবে বর্ণনা করেছিলেন । আজ আসাম মন্ত্রিসভা আমাদের জনগণের এই দীর্ঘ দিনের দাবি পূরণ করেছে।’।